ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু ওয়াআলিহী ওয়াসাল্লামের মেয়ের জামাই এবং চাচাতো ভাই যাকে 'আল্লাহর সিংহ' নামে উপাধি দেওয়া হোয় - তিনি হচ্ছেন মওলা হযরত আলী (আ)। তাঁর কতিপয় গুণ আজ বর্ণনা করবো, যা প্রতিটি মুমিনের জন্যে উদাহরণযোগ্য।
১) সর্বাপেক্ষা বিজ্ঞ সাহাবীঃ
মহানবী (সা)-এঁর সাহাবীদের মধ্যে শরীয়তের নানাবিধ সমস্যা সমাধান দেওয়ার যোগ্যতম ব্যক্তি ছিলেন মওলা আলী (আ)।
[সূত্রঃ ইমাম বুখারী, হাদিস নং - ৪২১১, ইমাম নাসাঈ - হাদিস নং - ১০৯৯৫]
২) আলী (আ)-কে ভালোবাসাই ইমানঃ
হযরত আলি (আ) বলেছেন- ''এটা আমার প্রতি উম্মী উপাধিধারী নবী সাল্লাল্লাহু ওয়াআলিহী ওয়াসাল্লামের অঙ্গীকার যে, মুমিন ছাড়া আমাকে কেউ ভালবাসবে না। আর, মুনাফিক ব্যতীত কেউই আমার প্রতি বিদ্বেষ পোষণকারী হবে না।'' [ইমাম মুসলিম, হাদিস নং-৭৮, ইমাম নাসাঈ - হাদিস নং -৮১৫৩]
৩) ইমাম আলী আল্লাহ ও তাঁর রাসূলের প্রিয়পাত্রঃ
হযরত আলী (আ) আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসেন। আল্লাহ ও তাঁর রাসূল (সা)-ও হযরত আলীকে ভালোবাসেন। খায়বারের যুদ্ধের সময়ে ইমাম আলীর হাতে মুসলিম বাহিনীর পতাকা দেওয়ার আগে এমনটাই বলেছেন, হযরত মুহাম্মদ মুস্তফা (সা)। পতাকা দেওয়ার পরে, মহানবী (সা) যুদ্ধের আগে ইমাম আলীকে উপদেশ দেন-
''ধীর-স্থির, শান্ত ভাবে যাও। ময়দানে গিয়ে সবার আগে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। তাদেরকে তাদের অত্যাবশ্যকীয় কাজগুলো সম্পর্কে অবগত করবে। আল্লাহর শপথ! যদি তিনি তোমার দ্বারা একজন ব্যক্তিকেও হেদায়াত দেন, তবে তা আমাদের জন্যে অত্তুত্যম হবে।''
[ইমাম বুখারীঃ হাদিস নং- ২৮৪৭, ৩৯৭২। ইমাম মুসলিমঃ হাদিস নং- ২৪০৬]
৪) মুসা নবী'র কাছে হযরত হারুন নবী'র মর্যাদা যেমন ছিলো, তেমনি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু ওয়াআলিহী ওয়াসাল্লামের কাছে মওলা আলী'র মর্যাদা ঠিক সেই রকম ছিলো। মহানবী (সা) নিজে তা বলে গিয়েছেন। [ইমাম বুখারী, হাদিস নং - ৪১৫৪, ইমাম মুসলিমঃ হাদিস নং- ২৪০৪, ইমাম আহমদঃ হাদিস নং- ১৬০৮]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


