
ইমাম হুসেইন (আঃ) এবং কারবালার ঘটনা আমাকে সব সময়েই বেদনা দেয়। কিন্তু, তাঁর সম্পর্কে যা শুনেছি, সব মুসলমানদের মুখ থেকেই। পৃথিবীর সর্বজন মান্য অন্যান্য ধর্মের ব্যক্তিত্বরা ইমাম হুসেইন সম্পর্কে কি বলেছেন, তা জানার খুব আগ্রহ হলো, হঠাৎ-ই। আমি জানতে পারলাম, সাহিত্যিক চার্লস ডিকেন্স বলেছেন- "ইমাম হুসেইন যদি পার্থিব বাসনা নিবারণের জন্যে যুদ্ধে গিয়ে থাকেন, তাহলে তাঁর বোন, স্ত্রী ও সন্তানেরা কেন তাঁর সাথী হলেন তা আমি বুঝতে পারি নাই। এ থেকে এটাই বের হয়ে আসে যে, তিনি শুধুমাত্র ইসলামের জন্যে মৃত্যু বরণ করেছিলেন।''
আমি এটাও জানতে পারলাম যে, দক্ষিণ আফ্রিকার নোবেল জয়ী নেতা নেলসন ম্যান্ডেলা একবার বলেছিলেন- "আমি কারাগারে ২০ বছর কাটিয়েছি। এক রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে (অত্যচারীদের) সব শর্ত আমি মেনে নিবো। কিন্তু, হঠাৎ করেই আমার ইমাম হুসেইন এবং কারবালার ঘটনা মনে পড়ে গেলো। তখন, ইমাম হুসেইন আমাকে যে শক্তি দিলেন, তা দিয়ে আমি সত্যের পক্ষে, স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে জয়ী হলাম।''
শুধু কি তাই? মহাত্মা গান্ধী বলেছিলেন- "আমি ইমাম হুসেইন থেকে শিক্ষা নিয়েছি অত্যাচারিত থাকা অবস্থায় কিভাবে জয় ছিনিয়ে আনা যায়।"
আর, স্কটিশ ইতিহাসবিদ থমাস কার্লাইল বলেছিলেন- "ইমাম হোসাইন এবং তার সঙ্গীদের ট্র্যাজেডি থেকে আমরা সবচেয়ে ভালো যে শিক্ষা পাই সেটা হচ্ছে- সত্য ও মিথ্যার ক্ষেত্রে সংখ্যাগত শ্রেষ্ঠত্ব গণনা করা হয় না। সংখ্যালঘু হওয়া সত্ত্বেও হোসেনের বিজয় আমাকে বিস্মিত করে।"
রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়- "ন্যায় ও সত্যকে বাঁচিয়ে রাখতে সেনাবাহিনী বা অস্ত্র ব্যবহার না করে জীবন বিসর্জন দিয়েও সফলতা অর্জন করা যায়, ইমাম হুসাইন ঠিক যা করেছিলেন।"
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৩ রাত ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


