
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃ-ডিপার্টমেন্ট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এতে আমি যে ডিপার্টমেন্ট থেকে পাস করেছি, সেই ডিপার্টমেন্টের এক শিক্ষার্থী আমাকে খুব করে ধরলো তাদের জার্সী স্পন্সর করার জন্যে। ভলিবল টুর্নামেন্টে তাদের জার্সী কেনার জন্যে ডিপার্টমেন্ট থেকে তেমন সহায়তা পায়নি। আমার ফার্ম যদি তাদেরকে জার্সী কেনার টাকা দেয়, তাহলে তারা সেটা পড়ে খেলতে পারবে।
ডিপার্টমেন্টের ছোট ভাই-বোন, তাদেরকে এই সামান্য সহায়তা করার বিনিময়ে নিজ ফার্মের লোগো জার্সীতে লাগানোটা আমার কাছে ভালো মনে হয়নি। তাই, বললাম যে, স্পন্সর করবো, কিন্তু ফার্মের নাম দেওয়া লাগবে না।
যাহোক, তারা এই জার্সী পড়ে এখন পর্যন্ত সেমিফাইনালে উঠেছে! সামনে ফাইনালের হাতছানি। কিন্তু, জার্সীটা দেখে আমার কেমন যেন চেনা চেনা লাগছিলো। এখন পর্যন্ত চিনতে পারি নাই।
মনের মাঝে খুঁতখুঁতে অবস্থা নিয়ে ঘুমাতে যেতে কষ্ট হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


