
২০২২ সালের ঘটনা। আমার ফার্ম তখন ব্রিটিশ-আমেরিকান একটি আই,টি কোম্পানির সাথে কাজ করছে। সেই বিদেশী ফার্মটি যখন ১৬ লক্ষ টাকা বকেয়া রেখে এক রাতের নোটিশে ব্যাংক রাপ্টেড হওয়ার অজুহাতে আমার ফার্মের সাথে চুক্তি ভেঙ্গে চলে গেলো, তখন কিছুই করতে পারি নাই। আমি পরবর্তীতে, আমার নিজের পকেট থেকে আমার ফার্মে চাকরী করা ইঞ্জিনিয়ারদের বেতন দিয়েছিলাম।
প্রায় ২ বছর পরে, সেই কোম্পানিটি ক্ষতিপূরণ হিসেবে আমাকে আজ মাত্র ৪৫০ ব্রিটিশ পাউন্ড-এর একটি চেক পাঠিয়েছে। আমি হতভম্ভ!
এরকম অনেক ঘটনাই হয়তো আমাদের দেশের ফার্মগুলোর সাথে করে যাচ্ছে বিদেশী দেশের বায়াররা। তাই, প্রশ্ন করতেই পারি, ডঃ মুহাম্মদ ইউনুসকে যারা সমর্থন করেন, সেসব দেশের মানুষ কতটুকু সৎ? একজন ব্লগার হিসেবে আপনার কাছে সেই তথ্য আছে কি?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




