..
...
.....
আমি এখন মসজিদে নববী থেকে ১ মিনিট দূরে! আমি যে হোটেলে আছি, তার সদর দরজা দিয়ে বের হয়ে রাস্তা পেরুলেই মসজিদে নববী-এর ৩২৯ নং গেইট। মক্কাতে উমরাহ শেষ করে ২-দিন হলো মদীনা এসেছি। মসজিদে নববীর বাইরে অসংখ্য হোটেল, সেগুলোতে আতর ও পারফিউমের দোকান।
প্রতি রাতের মতো আজও মসজিদে এশার নামাজ পড়ে বেরিয়েছি, তখন একজন হাস্যজ্জল তরুণ সেইলসম্যান আমার দিকে এগিয়ে এলো। যথারীতি আউদ থেকে তৈরী পারফিউমের ঘ্রাণ মাখার আহবান জানালো। আমি একটু হেসে তাকে জানালাম যে, আমি ইতিমধ্যে অনেকগুলো কিনে ফেলেছি, আর কেনার ইচ্ছা নেই।
সে আমার দিকে হেসে বললো - আপনি কোন দেশ থেকে এসেছেন?
আমি বললাম - বাংলাদেশ।
সে সাথে সাথে দুই হাত দুইদিকে ছড়িয়ে হাসি দিয়ে বললো - ব্রাদার, হাসিনা ফিনিশ!
ইয়াং ছেলেটার খুশিতে উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে হেসে ফেললাম। জিজ্ঞাসা করলাম - তুমি কোন দেশের? সে আমাকে বললো - আফগানিস্তান। হাত মিলিয়ে বললাম - ~~~ সি ইউ এগেইন, ব্রাদার।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



