সামুতে মডারেটররা ভালো কিছু উপহার দিতে পারছেন কি? তারা কি যোগ্যতাবলে এই পদপ্রাপ্ত হোন? আমার কাছে প্রশ্নগুলো বেশ ধোয়াশা পূর্ণ। কাভা ভাই থাকা কালে আমি এই ধরনের প্রশ্ন করি নাই। কারণ, সেই সময়ে মডারেটরদের নূন্যতম একটা মান ধরে রাখা হয়েছিলো। এখন সেই মানটা চোখে পড়ছে না।
জানা আপুর অনুপস্থিতির সুযোগ নিয়ে নতুন মডারইতররা কুব্লগার =জনারণ্যে একজন=-এর মতো ব্লগারদের দিয়ে যা ইচ্ছা তা-ই করাচ্ছে। স্পষ্ট বুঝা যাচ্ছে, নতুন মডারেটরদের ছত্রছায়ায় ব্লগে এদের মতো বাংগালীদের দিয়ে ব্যক্তি আক্রমন করা হচ্ছে।
আমি এই ব্লগে ৭ বছর ধরে আছি। এই ব্লগ যখন এড না পেয়ে ধুকছিল, আমি ব্লগে নিজের গাটের পয়সা খরচ করে এড দিয়েছি। নতুন মডারেটরদের এইগুলো জানা উচিৎ। তাই, কাউকে অপমান করানোর আগে বুঝে করবেন।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:১৫