মক্কা আর মদীনায় ১০ দিন কাটিয়ে হাইল শহরে যাচ্ছি। আমার ছোট ভাই এই শহরের একটি হাস্পাতালের ডাক্তার। এখানে কয়েক দিন কাটিয়ে দেশে ফিরবো, সে রকমই ইচ্ছা। আমার পিতা-মাতার পাঁচ সন্তানের মাঝে তৃতীয় এই ভাইটি আমাদেরকে মদীনা থেকে নিতে এসেছে।
গাড়ির সামনের সিটে বসে গত কয়েক দিনের সৌদি সফরের কথা ভাবছি। দেশে থাকতে শুনেছিলাম, এবং ব্লগে অনেকের লেখা পড়ে ভাবতাম, সৌদি আরব পিছিয়ে পড়া একটি দেশ। বর্বর একটি জাতি। এখানে আসার পরে আমার ভুল ভেঙ্গে গিয়েছে।
পাথুরে পাহার কেটে মরুর বুকে রাস্তা করা সত্যিই কঠিন একটি ব্যাপার। মদীনা থেকে হাইল আসার পথে পাশ কাটালাম রিনিউয়েবল এনার্জির একটি শহর। মদীনার অত্যাধুনিক রেইলওয়ে স্টেশন। ঘন্টায় ৩৫০ কিলোমিটার বেগে চলা হাই-স্পিড টেন। ৮ লেনের রাস্তা। সস্তায় মান সম্পন্ন পণ্যের সমারোহে ভরপুর অত্যাধুনিক শপিং মল। মাল্টি-কালচার। এ যেন ইউরোপের ছোঁয়া!
আমি যুক্তরাজ্যে ৪ বছর ছিলাম। তার উপর আমেরিকান মুভির একজন ডাইনামাইট ফ্যান! তাই, তুলনা করতে পারছি। ইউরোপ - আমেরিকা থেকে কোনক্রমেই কম নয় আমাদের মহানবী (সা)-এর সৌদি আরব!
চাঁদগাজী / সোনাগজী / জেনারেশন৭১ ভাই, আপনার ধারণা ভুল। ওরা আর বর্বর নয়! বরং, অনেকাংশে এগিয়ে। একবার এসে ঘুরে যান, প্লিজ।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩১