
বাংলাদেশের শিল্পের দুই দিকপাল - শিল্পাচার্য জয়নুল আবেদীন ও শিল্পী শেখ মোহাম্মদ সুলতানের কিছু পেইন্টিং নিয়ে লালমাটিয়াতে আমার Shaiyan's Art Gallery-এর কার্যক্রম শুরু করেছি গতকাল থেকে। এছাড়াও, রয়েছে কিছু এন্টিক জিনিসপত্র। আজ কিভাবে যেন খোঁজ পেয়ে সাউথ - ইস্ট ইউনিভার্সিটির ৭-জন ছাত্রী এবং ৩-জন ছাত্র আমার আর্ট গ্যালারীতে প্রদর্শনে আসে।
এই শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারি যে, তারা আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়ে। তাদেরকে আর্ট গ্যালারীর উপরে এসাইনমেন্ট দেওয়া হয়েছে। সেজন্যেই, আমার গ্যালারীতে আসা। আমি তাদের ফোনে জানালাম, আমার গ্যালারীটি ব্যক্তিগত, যদিও, আগে থেকে যোগাযোগ করে এলে বা গুগল লিংকে দেওয়া নাম্বারে আগে থেকে ম্যাসেজ করলে বাইরের যে কেউ সীমিত সংখ্যাকারে ঢুকতে পারেন। তারা তখন খুশি মনেই তাদের তথ্য দিলো।
তারা আমার আর্ট গ্যালারি ঘুরে বেশ আনন্দিত হয়েছে বলে জানালো। গ্যালারি রুমেই আমার জেম্বে, কাহন এবং ডারবুকা ছিলো। সেগুলো দেখে শিক্ষার্থীদের অনূরোধে আমাকে ডারবুকা কিছুক্ষণ বাজিয়ে শোনাতে হলো!
দিনটা আনন্দেই কেটেছে। আপনাকে ধন্যবাদ, খোদাতায়ালা!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




