আজ একটা ঘটনা শুনে মনটা দুঃখে ভরে গেলো। মনে হলো, আমাদের দেশের অনেক মানুষ গুণীজনদের বেঁচে থাকার সময়ে সম্মান দিতে জানেন না। মারা যাওয়ার পরে হায় হায় করেন।
আজ শুনলাম, শিল্পাচার্য জয়নুল আবেদীন বেঁচে থাকার সময়ে খুব কষ্টে ছিলেন। তাঁর আর্ট যখন বিক্রি হতো না, তিনি সেগুলো দিয়ে নৌকা বানিয়ে পানিতে ছেড়ে দিতেন। অথচ আজ? তাঁর পেইন্টিংগুলো কোটি কোটি টাকায় বিক্রি হয়। কয়েক সপ্তাহ আগে যুক্তরাজ্যে তাঁর একটি পেইন্টিং প্রায় ১০ কোটি টাকায় বিক্রি হয়েছে! অথচ, সেই টাকা তাঁর কোন কাজে লাগছে না!
ডঃ; ইউনুসের বয়স হয়েছে। তাঁকে সারা বিশ্ব সম্মান করে। আর, আমরা? তাঁকে উঠতে বসতে অসম্মান করি। লোকটাকে এভাবে অসম্মান করে আমরা কি পাচ্ছি! আমি সত্যিই জানি না!
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




