
ব্লগার জেনারেশন একাত্তর ভাইয়ের সাথে একটু টিট টিট হওয়ার পরে, ২ দিন ধরে কোন পোস্ট করি নাই। আশা করি, এই দুই দিন আপনারা আমার পোস্ট মিস করেছেন!
এতো গেলো পুরনো কথা। এবারে, নতুন কথায় পাড়ি। আজ সকালে সিলেটে এসেছি। আমাদের স্বপ্নপুরী -কানিজ ফাতেমা জায়গীরদার শিশু - কিশোর পাঠাগারের পক্ষ থেকে সিলেটের ১০টি স্কুল ও মাদ্রাসার ২৫-জন শিক্ষার্থীকে বাৎসরিক স্টাইপেন্ড দিতে যাচ্ছি। আগামী তিন বছর আমরা এইসব স্কুলের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে যাবো।
এজন্যে, আমরা ১৪-জন স্টাইপেন্ড স্পনসরদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছি। তাঁরা আগামী তিন বছর তাঁদের বাবা-মায়ের স্মরণে এই স্টাইপেন্ড স্পনসর করে যাবেন বলে কমিট করেছেন।
এই নিয়েই শনিবার পর্যন্ত ব্যস্ত থাকবো। তবে, চাঁদগাজী ভাইয়ের সাথে টিট টিট হলেও, আশা করি, উনি আমার কথায় মাইন্ড করেন নাই। যদিও, আমি কিছু মন খারাপ করেছিলাম। তবে, সিলেটে আসার পরে হযরত শাহ জালাল (রহঃ)-এর দরগাহ মাজার ও আত্মীয়দের কবর জিয়ারত করে মন ভালো হয়ে গিয়েছে!
এখন ধুমায় ব্লগিং করা যাবে। দিনে ২-৩টা পোষ্টও করে বসতে পারি। যদিও ব্লগার সৈয়দ কুতুব মাইন্ড খেয়ে বসতে পারেন!
সবাই ভালো থাকুন নিরন্তর।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


