
ড্রাগে বিপর্যস্ত আমেরিকা। এদেশের কয়েকটি শহরের অবস্থা খুবই খারাপ। এরিজোনার ফিনিক্স, উত্তর-পূর্ব ষ্টেটগুলোর মধ্যে ওমাহাতে প্রতি ৫-জনের মাঝে ১-জন কোকেন নিতেন বলে জানা জানা যায়।
কোকেইন যে কোকা থেকে হয়, তা মূলত তিন লাতিন আমেরিকান দেশ পেরু, কলম্বিয়া ও বলিভিয়াতে উৎপাদিত হয় বলে জানা গিয়েছে। আমেরিকাতে প্রবেশের রুট হিসেবে ব্যবহার হয় ভেনেজুয়ালার মতো দেশ। এমনটাই আমেরিকান নারকোটিকস ডিপার্টমেন্টের দাবী।
এই পর্যায়ে, এটুকু শুধু প্রশ্ন রাখা যায়, পেরু, কলম্বিয়া ও বলিভিয়া বাকি রেখে শুধু ভেনেজুয়ালার উপরে আক্রমন কেন?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




