আমরা ইতোমধ্যে অনেকেই এই লেখাটা পড়েছি। তবে যারা পড়েননি তাদের জন্য লেখাটা শেয়ার করলাম (ফেবু হতে)
# ১০০ টাকা মসজিদে কতই না বড় দেখায়, অথচ শপিংমলে না কত ছোট !
# মসজিদে দুই ঘণ্টা ইবাদত কত দীর্ঘ সময়, কিন্তু সিনেমা হলে টা দ্রুতই শেষ হয়ে যায় !
#তারাবীহ সালাতে দীর্ঘ ১ ঘণ্টা সময় লাগে, অথচ একটা ফুটবল ম্যাচ মাত্র ৯০ মিনিট
#একটু ক্রিকেট ম্যাচ অতিরিক্ত সময় অতিবাহিত হলে কিছুই মনে হয় না বরং উত্তেজনক
... কিন্তু জুম'আর খুতবা একটু দীর্ঘায়তি হলে তা বিরক্তি কর
# কোরআনের একটি আয়াত পড়া খুবই কষ্টকর মনে হয়, অতচ ২০০ পৃষ্ঠার উপন্যাস গল্পের
বই পড়া কত সহজ !
#কনসার্ট বা খেলার মাঠে সামনের আসনে বসার জন্য উদগ্রিব হই , অথচ মসজিদে পিছনের কাতারে বসতেও ইতস্থ বোধ করি !
# সংবাদ পত্রের খবর আমরা কত সহজে বিশ্বাস করি , কিন্তু দুঃখের বিষয় আল্লাহর বানী, (কোরআন) এর একটি আয়াত বিশ্বাস তথা মান্য করতে আমাদের অনেক কষ্ট হয় ,
# বিজ্ঞাপনের নোংরা লিফলেট অথবা অশ্লিল বিষয় কত দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু আল্লাহর বানী প্রচার করতে আমরা হাজার বার চিন্তা করি !
সুতরাং মুসলিম ভাই ও বোনেরা উপলব্ধি করুণ আমাদের ইসলাম পালনের অবস্থা !
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১২ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




