দেশপ্রেম এখন কাপুরুষদের
সর্বাধিক উচ্চারিত সর্বশেষ শব্দ।
বেশ্যালয়ে নিজের মা আর বোনকে বিক্রি করে দিয়ে
বেশ্যার দালালদের বিপক্ষে জিহাদ
ঘোষনা করেছে জাতীয় বীরেরা।
রংগমঞ্চের এই পর্ব বেশ জমজমাট,
বেশ্যালয়ের মালিক প্রভু, প্রভুদের খাস কর্মচারী
নিয়মিত খদ্দের, সবাই এসেছে মঞ্চে
মস্কোর পুরাতন সেবাদাস, ওয়াশিংটনের নতুন খদ্দের ও হাজির।
গত বছর দালালকে কমিশন দিয়ে
বেশ্যালয়ের সুন্দরী রমনীকে ভোগ করেছিল
যে চরিত্রহীন, সেও বাদ পরে নাই এই মিছিলে
বরং মিছিলের একেবারে সামনে ই দাড়িয়ে আছে সে।
যুদ্দের সময় বেশ্যালয়ের প্রধান মালিক ভুট্টো,
মালিকের মালিক আমাদের মহান প্রভু
কিসিঞ্জারের বস, আর তার ৩য় শ্রেনীর খাস কর্মচারি
আমাদের মহান চেতনার দেবালয়ে
সবার অবাধ প্রবেশাধিকার,
তাদের বাদ দিয়ে আমাদের প্রধান পুরহিত কখনো
প্রার্থনা শুরু করেন না।
চেতনার শরীর বিক্ক্রি করে খাওয়া
নিয়মিত সেক্স ওয়ার্কার রাজনীতিবিদ
বামপন্থা বিক্রি করে বেচে থাকা
নব্য মিডিয়া মাফিয়া,
গনতন্ত্রের সাদা পায়রা দিয়ে
ব্রেকফাস্ট করে আসা তিন তারকা জ়েনারেল
আর ধর্ম বিক্রি করা মৌলবাদী তরিকত ফাউন্ডেশান
আমাদের মন্দিরের প্রথম সারিতে
সবার জায়গা আছে,
কেবল বেচারা বেশ্যার দালাল
শ্রেনী বিচারে নিচু জাতের বলে
জায়গা পেল না আমাদের সমবেত প্রার্থনায়।
অভিজাত পুরহিত মন্ডলি সবাইকে সাথে নিয়ে
দালালদের নিসিদ্ধ ঘোষনা করল
মন্দিরের পবিত্র চত্তরে।
পুনর্বার বেশ্যালয়ে যাবার দরদাম করার
আগ পর্যন্ত এই নিশেধাজ্ঞা বল্বত থাকবে।
এই খবর শুনে বাবুরাম সাপুরের ঢেরাসাপ বাহিনী
বিশাল আনন্দে পুন্যবান পুজারিদের সাথে কোরাস তুলেছে।
মহাআনন্দে ব্যালে ডান্সের তালে তালে
দালালদের ফাসীর দাবী তুলেছে তারা।
একটু পরে ক্লান্ত হয়ে
বেশ্যালয়ের মালিক আর খদ্দেরদের সাথে
সুরা পান করতে করতে
বিপ্লবের পরবর্তী কর্মসুচী ঠিক করা হবে।
ক্লান্ত শরীরে এক গ্লাস কোক খেয়ে খেয়ে
কর্পোরেট বানিজ্যের বিপক্ষে লম্বা
ইশ্তেহার লিখছেন আমাদের নতুন বিপ্লবীরা।
এইবার পুনরায় বিপ্লব আসবেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




