যেন চেয়ে আছে তোমার মুখটি পানে
কিছু কি বলবে আমায় এই পূর্নিমাতে।
বলনা আমি অপক্ষায় আছি
ওহে আমার গীতি কবিতা
তুমি কি বুঝছনা ?
আমি যে তোমায় অনেক বেসি ভালবাসি।
হ্যালো... তুমি কি শুনছ।
চুপ কেন? আমি কি যোগ্য নই....
হ্যা ,,,,হ্যা ,, কেন নও,
তোমার ধ্বনি আমাকে ছুয়েছে
আমি ভাষা যে ফেলেছি খুঁয়ে
তোমার মনেরও মাজারে
আবারও মনে যে কাঁটা দেয়; বলব কি করে ?
ভালবাসি না ভালবাসায়
এ মন কি আমারে কাঁদায়?
না জানি এ দেহ রসানলে পোড়ায়।
লক্ষি আমার;
দেবে কি তোমার ইন্দ্রিয়ের স্পর্শ আমার হৃদয়ে?
ভালবাস, কাছে টান নাকি নাহি পার; তবে
তোমার খুদার্থ ভালবাসার টানে
আর ডেকোনা মোরে ..
এ বিষ পানে।
-----------------------------------------
খালেদুর রহমান শাকিল
০১/০৩/২০১০ :২:১২ এএম
খিলগাও ঢাকা, বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





