' মৃত্যু ' তুমি অন্ধকার
তুমি কষ্ট,
তুমি হাহাকার।
' মৃত্যু ' তুমি যন্ত্রনা
তুমি নিরাশা,
তুমি কান্না।
' মৃত্যু ' তুমি বেদনা
তুমি দীনকান্না,
তুমি অসহায়তা।
'' মৃত্যু- তুমি ''
জীবনকে স্তব্দ করে, আপনকে সাথে নিয়ে যায় চলে।
সবাইকে ক্ষণিক কান্নায় রেখে, তাকে নিয়ে যায় পরবাসে।
জীবনের অভলাসে, মরনকে ভালবেসে;
ক' জন হারিয়েছে, পৃথিবীর ভালবাসাকে।
জীবনের অভিলাসে, জীবনকে ভালবেসে,
মরনকে দূরে ঠেলে; সবাই যেন পালিয়ে বেরিয়েছে।
তবুও মরন পিছু ছাড়েনি, তার অপরিসীম চলার পথে।
তাই জীবন, জীবনকে হারিয়েছে, তবে-
'' মৃত্যু '' পেয়েছে জীবন, তার প্রতিটি কাজের বাকেঁ।
-----------------------------------
খালেদুর রহমান শাকিল
১২/০৬/০৩। ১২:০৫ এএম
খিলগাঁও ঢাকা, বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





