
ফ্রান্সের কোচ চেয়েছে বেলজিয়াম,স্পেন,পর্তুগাল যে ভূল করেছিলো তা করা যাবে না,ওরা গোল দিতে চেয়েছিলো আমাদের তা করা যাবে না ; ওরা গোল দিতে পারেনি মরক্কোর ডিফেন্সে, আমরাও পারবো না সম্ভবত। আমরা পায়ে বল রাখবো না, ওদের অ্যাটাক করতে দিবো তখন যে স্পেস ক্রিয়েট হবে, আমাদের স্পিড কাজে লাগিয়ে গোল বের করবো।ফাইনালে ফ্রান্স কি ট্যাকটিকস সাজায় কে জানে?
এ বিশ্বকাপে ফ্রান্সের ইনজুরীতে মিডে সমস্যা ছিলো, তাই ফরাসীরা মিড বাদ দিয়ে খেলেছে' একমাত্র গ্রিজম্যান চোখ বন্ধ করে জায়গামত বল ফেলেছে,যা কাজ করেছে।
ক্রোয়েশিয়ার সাথে মরক্কোর পার্থক্য হলো ম্যাচে মরক্কো সুযোগ সৃষ্টি করতে পেরেছে, বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ ছিলো ম্যাচ শেষ পর্যস্ত। ইউরোপীয় বাতাস গায়ে লেগেছে বলেই সেমি সম্ভব হয়েছে, এ মরক্কো কতদুর যাবে সময় বলবে, তবে রুপকথা লিখা শেষ করতে পারলো না।আচ্ছা মরক্কোর বেন্চ থেকে প্লেয়ার এনে বাংলাদেশ ফুটবল দল সাজানো যায় না?
আর্জেন্টিনার অর্থনীতির অবস্থা নাকি সুবিধার না, বিশ্বকাপ জিতলে একটু স্বস্তির মুখ দেখবে, বাংলাদেশের মানুষ খুশি থাকবে, আরেকটা কথা মেসিকে জানানো দরকার সেই আফগান খুদে ভক্ত সুবিধায় নেই নিজ দেশে; যা কিছুদিন আগে ব্লগে পড়লাম। কাপ জিতলে একটা বিহিত করে দিতে পারে; মেসিকে জানানোর দায়িত্ব কে নিবে? মেসি যে ফর্মে আছে ম্যাচ নিজের পক্ষে নিয়ে আসা খুব সম্ভব, আপনি গিয়ে যদি বলেন, আমাকে ৭টা ব্যালন ডি অর" দিয়ে দাও,আমি বিশ্বকাপ দিবো, মেসি কিছু না ভেবেই তা আপনাকে দিয়ে দিবে।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


