
মগজের ভিতরে থাকা কেমিক্যালস আমাকে নিয়ে খেলা করে, ছদ্মবেশে বসে থাকা অবচেতন কিছু বুঝে না, বুঝতে চায় না। দূরের বিশাল আকাশ ভেঙে হৃদয়ে কম্পন সৃষ্টি হলে আমি নিতান্তই সুবোধ বালকের ন্যায় আচরণ করি, তারপর আকাশের কালো মেঘ হৃদয়ে আন্দোলন সৃষ্টি করে। পরক্ষণেই ভেবে বলি, পাথরে পাথরে ঘষে মানুষ আগুন জ্বালানো শিখেছিলো,যা সর্বকালের আরাধ্য বস্তুর মধ্যে একটা ছিলো তখন। আপনি জীবনে আরাধ্য বস্তু খুজেছেন? পকেটে থাকা লাইটার ছুড়ে ফেলে দিন,ওদের কথা ভাবুন।
হিমালয়ের পাদদেশে নাকি পাপমুক্তির জন্য এখনো আয়োজন করা হয় তা হয়তো কখনো জানবে না জেলখানার যাবৎজীবনের আসামী। উনি জানবে ননা, ওখানে আজও আত্নারা ভিড় করে, শীতের রঙচঙ কাপড় পড়ে থাকে, আপনি গেলে অবাক হবেন।যেতে জচান? জেল খানায় পাঠানো চিঠির আলাদা গন্ধ আপনাকে আকর্ষিত করবে,একটুখানি নোংরা, একটুখানি আশা ও হতাশার পৃষ্ঠায় কলমের লেপন। বন্ধুক হাতে পাখি মেরে ভোজ করে আপনি স্বাদ পেয়েছেন এক প্যাকেজে অনেক কিছুই; পরিণতি ভাবেননি কেন?
নিকোটিন আপনাকে আগলে রাখে, তিলে তিলে নিঃশেষ করে ;আপনার বিকার নেই। আগলে রাখাটাই বড় আপনার কাছে। চিরকাল আপনি বাঁচবেন না, তবুও কি বিশ্বাস নিয়ে মরবেন? বিশ্বাসের প্রতি গভীর ভক্তি আপনাকে সুখী করবে,সময় পেলেই বুঝতে পারবেন।মৃত্যুর পর কি আপনি বুঝতে চান আপনার ভাবনার জগৎ কত ক্ষুদ্র ছিলো?
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


