
এই বিশ্বকাপে মেক্সিকো ম্যাচে আর্জেন্টিনার নিঃশ্বাস নিতে কস্ট হচ্ছিলো প্রায় এক ঘন্টার মত, এত কঠিন ম্যাচ, ফুটবলকে একসময় এত নিষ্ঠুর মনে হচ্ছিলো ; ঠিক তখনি মেসি দেখালো বাঁ পায়ে বলের ভালোবাসা। অলিম্পিকে আর্চার গেমে ঠিক মিডল পয়েন্টে হিট করলে আর্চারের কি ফিল হয় জানি না, জানতে চাইনি কখনো। তবে মেসির ঐ গোল আমার ঠিক হৃদয়ের সেই বিন্দুতে হিট করেছিলো।পরক্ষণেই সেকেন্ড চিন্তা ছিলো ' আর্জেন্টিনা বিশ্বকাপ এবার জিতবেই, হোক এলিয়েনদের সাথে ম্যাচ।
ব্যর্থতার পর ব্যর্থতা! হাল ছেড়ে দেয়া, আবার ফিরে আসা। মেসির আর্জেন্টিনা ক্যারিয়ার পাওলোর সেই আলকেমিস্টের মতই; আজ মনে হয়েছিলো পুরো বিশ্বই যেহেতু চায় মেসি জিতুক, ফুটবল দেবতা মুচকি হেসেই দিয়ে দিবে।তবে ম্যাচে একসময় মেসি থেকে কোমান বল নিয়েই এমবাপ্পের পায়ে দিয়ে যখন জাল নড়িয়ে সমতায় ফিরালো, তখনো মনে হয়নি মেসি আজ হারবে।
ফুটবলে মেসি এত উপরে উঠে গেলো যে, কেউ মাপতে সাহস করবে না! ভালোবাসা দিয়ে আগলে রাখবে বসার জায়গা, আর হ্যা! ম্যারাডোনা আপনি কেনো চলে গিয়েছেন?? এত উপরে বসে খেলা দেখতে ভালো লেগেছে আপনার? আপনি কি মাঠে এসে মেসিকে একটা চুমো খেতে পারতেন না, স্বর্গীয় ব্যাপার দেখতে পেতাম। সমস্যা নেই 'আপনি স্বপ্নযোগে মেসিকে দেখা দিয়েন,ধন্যবাদ পাবার মত কাজ মেসি করে ফেলেছে।
আজ মনে হলো 'ফুটবল দেবতা নিজ হাতে ফাইনালের নাটকের স্ক্রিপ্ট লিখেছে; অন্য সব ম্যাচ হয়তো সাগরেদ দিয়ে করিয়ে নেয়, উনি শেষে একটা যাচাই করে রেজাল্ট দেন।তবে আজ উনি নিজে বসে লিখেছেন, মানুষ দেখেছে, খুশি হয়েছে; মনে রাখার মত দিন পেয়েছে।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


