
পর্ব ২
মধ্যরাতের বাসে কুয়াশা ও জ্যাম পেছনে ফেলে যখন দূষিত নগরীর রাজা ঢাকায় পৌছালাম তখন সূর্য মাত্র উকি দিয়ে গা গরম করার আপ্রাণ চেষ্টা করছে। "স্মৃতিকাতরতা " রোগে আক্রান্ত মানুষটা পাওয়া গেলো ঘন্টা খানেক পরেই; মানুষটি "স্বপ্নবাজ সৌরভ "।স্বপ্ন নিয়ে উনি বাজি ধরতে পারে না সম্ভবত,যদিও এ নামের পেছনের কারণ জানতে চাইনি অথচ স্বপ্ন উনাকে ঠিক কেন ঘুমাতে দেয়না প্রয়াত প্রেসিডেন্ট আবদুল কালাম বেঁচে থাকলে ভালো বলতে পারতেন।খুব ছোট কিছুর জন্যই উনি মারা যাবে এসব ভেবেই উনি নিজেকে আকড়ে ফেলে মহাকালের স্মৃতিকাতরতার রহস্যে।
উনার সাথে বিভিন্ন সম্পর্কে চ্যাটিং হতো মাঝেমধ্যে যার ফলে আমার মননে মগজে যে দৃশ্যপট আঁকা ছিলো, সেটার মিল আমি পাইনি প্রথম দর্শনে। উনার বডি ল্যাঙ্গুয়েজ ভিন্ন বার্তা দিচ্ছিলো আমার অবচেতন মনে,উনি হেসেছে, অনেক কিছু জানতে চেয়েছে ; আমি জানতে চেয়েছি ;মুখরোচক পরিবেশ ছিলো অনেকটা।
উনার সাথে আমার কিছু মিল আছে, যা পূর্বেই উনার লেখায় ধরা পড়েছিলো ; তারপর চ্যাটিং 'এ ভাবনার এক্সপেরিমেন্ট টেস্টে ধরা পড়েছে বহুবার।সরাসরি গিয়ে বাইরের দিক দেখে খটকা লাগলেও ভিতরের মানুষ উনার লাস্ট পোস্টের মত মানবী খুজে বেড়ায়,উনার পুর্নজন্মের বিশ্বাস ভালোবাসায় জীবিত করে ও জানালার ফাঁকা জায়গা দিয়ে রোদ আসার অপেক্ষা করে এবং দিন শেষে জীবনের সুখ খুজে বেড়ায় যখন উনার ছেলে গ্রীল ধরে অপেক্ষা করে বাবা বাসায় ফিরে আসার অপেক্ষায়, সেই চমৎকার দৃশ্য।
আপনি সুখী হোন বয়ে বেড়ানো স্মৃতিকাতরতা রোগ নিয়ে,আমি আপনার পেছনেই আসছি। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



