
ব্লগারদের মাঝে People Pleaser' আছেন নাকি? আপনাদের ভিতরকার EGO কোথায় কি অবস্থানে আছে?
একজনের পোস্ট দেখলাম যে,একজন টিনেজ ছেলে নিজের পরিবারকে খুশি করতে না পেরে, সুইসাইড নোটের জায়গায়, সুইসাইড চিঠি লিখেছে।আমি আপনি নোট পড়েছি, উহ,আহ করে ফরম্যাট চালু রাখতে বাধ্য করেছি। সমস্যা হলো,কেউ বদির আশেপাশে থাকলে বদি যদি বলে উঠে পৃথিবী সমতল নয়, গোল কারণ ইয়াবা গোল ; তখন সে বদির ইন্টিলিজেন্সে মুগ্ধ হয়ে যেতে পারে, তারপর নির্বাচনী আচরণবিধি অমান্য উৎসবে মেতে উঠতে পারে।
আপনাদের কি হাল হাকিকত? আশপাশকে খুশি রাখবেন কিনা ভেবে দেখেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



