
যীশুর জন্মের সপ্তাহ খানেকের মধ্যেই নতুন বছর শুরু হয়ে যায়।কয়েকঘন্টা বাকি দেশে সেলিব্রেশনের,তবে এবার পশ্চিমের বিখ্যাত স্থানগুলোতে ফায়ারওয়ার্কস দেখবো বলে ঠিক করেছি; দেশে কড়া নির্দেশ নাহলে আজ এক রাতেই ঢাকা জ্বালিয়ে দেয়া যাবে ফানুশের আগুনে। বড়দিনে বাঙালীদের তেমন কোনো কাজ নেই,ছুটি কাটানো ছাড়া।নতুন বছরে কাজ আছে, ছুটি নেই।
আপনাদের নতুন বছরের প্লানের কি খবর?শপথ নিয়েছেন? দেশের স্কুলে খোলা ময়দানে কড়া রোদে শিক্ষার্থীরা শপথ নিতে অভ্যস্ত,কিন্তু ডাটা নাকি বলে, শপথে অটল থাকতে পারে শতকরা ৯ ভাগ,বাকিরা অপেক্ষা করে পরের যীশুর জন্মদিন ও নতুন বছরের জন্য।
গত হয়ে যাওয়া বছর কি দিয়ে কি নিয়ে গেলো আপনাদের? প্রিয়জন হারিয়েছেন? এযাবৎ কালের সবচেয়ে বড় সুসংবাদ শুনেছেন? ট্রমায় থেকে নতুন বছর শুরু করতে বাধ্য হচ্ছেন?
নতুন বছরের শুভেচ্ছা রইলো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



