বেগম জিয়া গুলশান ছেড়ে লন্ডনে চলে গেছেন; ব্লগে বিভিন্ন আলোচনা লেখা-লেখি চলছে,আপোষহীনতার অভাব কখনোই ছিলো না নাকি ;দেখতে শুনতে ভালো,বিদ্যায় টাইটানিক বহন করা মস্তিষ্ক। যাইহোক, বাঙালীদের জন্য এমন রাজনীতিবিদ সহসা আসবে না ; কি নেই উনার? বিউটি এবং ব্রেইনের পারফেক্ট কম্বিনেশন, যা বাঙালীর চাহিদা সাথে যায়। যদিও এখন বয়স ৮০ কাছাকাছি, লন্ডনে মাত্র গেলো ট্রিটমেন্ট শেষ হলেই বয়স কমে যাবে, আশা করি।
কিছু বছর আগে, ঢাকায় মিস ইউনিভার্স প্রোগ্রামে তথাকথিত ইউনিভার্সদের জাজরা কিছু প্রশ্ন করে, এবং তাদের প্রশ্নের জবাবের যে বু্দ্ধিমত্তার নমুনা ছিলো তাতে পুরো দেশের মানুষ প্রাণ খুলে হেসেছে,অনেকে কাপড় খুলেও হাসতে পারে। যদি বেগম জিয়াকে তেমন স্টেজে কিছু প্রশ্ন করা হয়, দেশবাসী কি অবাক হবে ; নাকি বিউটি এবং ব্রেইনের পূজা করা শুরু হবে নতুন রুপে।
কি মনে হয়? উনি যেহেতু রাজনীতির মাঠে আপোষ করেনি,এটা তো সিম্পল স্টেইজ যেখানে আপোষ বলে কিছু থাকারই কথা না।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১০