স্বগীয় প্রেম-ভালোবাসা হচ্ছে মগজের সব নিউরোকেমিক্যাল নিয়ে ভরপুর একটা ভার্সন,যা ইমোশনের কলস পূর্ন করে উপচিয়ে পড়ে। যার মোহ কেটে গেলে ডির্ভোসে যায়, খুন হয়, ও আত্নহত্যাও চলে রীতিমত।প্রেম ভালোবাসা জীবনের অংশ,পরিপূর্ণ রুপ পেলে সারাজীবন বয়ে বেড়ানো যায়। সমস্যা দেখা দিলে, জোড়া লাগে আবার ভেঙে যায়।বয়সন্ধিতে প্রেমের রুপ পরিপূর্নতা পায় না সহজে, স্কুল সুইটহার্ট যারা ব্যবহার করতে পারে তাদের ক্ষেত্রে চলে; যারা এসব শব্দ জানে না তাদের মধ্যে সুইসাইডও হয়ে যায়, চিরকুট লিখে যায়,এসব সমস্যার সমাধান নেই।দরিদ্রের প্রেম,ভালোবাসাও থাকতে নেই মানুষগুলো আত্নহত্যার দিকে নিয়ে যায়, জ্বীনে ধরলে মানসিক রোগী হয়ে বাঁচে।
প্রেম ভালোবাসার হালাল রুপ রাস্তাঘাটে দেখা যায় প্রচুর,নিজেরা নিজেদের মত থিউরী বানিয়ে প্রেম করে, বিয়েও হয়তো করে;পর্দার প্রেমে পাপ নেই।ফেরেশতা রহমত বর্ষণ করে ; এক পরিচিতজনকেকে চিনি,উনি আরিফ আজাদ পড়ে নিজের বউকে পর্দায় ঢুকাতে গিয়ে বিয়ে ডির্ভোসে রুপ নিয়েছে,সবার ক্ষেত্রে হয়তো এমন হয়না ; কেউ কেউ সানন্দে পর্দায় ঢুকে রহমত গনণা করে।
ভালোবাসা মানুষকে মনোগামী বানায়? ঐরকম ভার্সন সমাজের রীতিনীতি, অর্থ বিত্তের উপর নির্ভর করে; আজ ব্লগে পড়লাম ধনীরা পলিগ্যামী সিকিউর করার জন্য পাখিকে ফ্লাট উপহার দিয়ে রেখেছে,সময়মত এসবের চর্চা হবে।ওদের প্রেম ভালোবাসা কি স্বর্গীয় নয়?হয়তো স্বর্গের চেয়েও ওপরে। আমার আপনার ফ্ল্যাট নেই, চাইলেও মনোগ্যামীতাই ভরসা,তবে লুকিয়ে সমাজের তথাকথিত নস্ট পাড়ায় ঢু মারলে ভিন্ন বিষয়।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৩