[cross posted in shameemahmed.wordpress.com]
আজকে একটা নাটক দেখলাম Youtube এ। আনিসুল হক এর লেখা। নাম ঘুরে দাঁড়ানোর সবপ্ন। বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতি তে champion হবার খবর দেখার পর আসাদুল্লাহ সাহেব (এই character টি করেছেন আসাদুজ্জামান নূর) এর খুব মন খারাপ হয়। উনি নিজে শপথ করেন এবং ছেলেমেয়েদের কেও শপথ করান যে, জীবনে কখনো ঘুষ খাবেন না এবং কাউকে ঘুষ দিবেন না।
পরবর্তীতে দেখা যায়, উনার Pension এবং বাড়ি ভাঙ্গার compensation এর টাকা সরকারি office এ আটকে
আছে। কিছু টাকা ঘুষ দিলেই হয়তো problem solve হয়ে যায়, কিন্তু উনি উনার শপথ থেকে এক চুল সরে আসেননি।
সংসার চালাতে খুবি কষ্ট হয়েছে, মেয়েকে টিউশুনি করতে হয়েছে; কিন্তু নিজের পাওনা টাকা আদায়ের জন্য ঘুষ দেননি।
পরিশেষে উনি নিজেই শুরু করলেন ঘুষের বিরুদ্ধে অভিযান। যেই Institute এ উনি পরাতেন, সেইখানের student দের
তিনি বোঝালেন এবং শপথ করালেন ঘুষ না খেতে এবং কাউকে ঘুষ না দিতে। তারপর তিনি শুরু করলেন সামাজিক আন্দোলন।
সবশেষে দেখা গেল, যেই officer রা ফাইল আটকে রেখেছিল, তারাই বাড়ি বয়ে উনার চেক দিয়ে গেল।
শেষের অংশ টুকু ছাড়া বাকি পুরোটাই আমাদের দেশের current অবস্থা কে ফুটিয়ে তোলে। আর আমি তাকিয়ে থাকলাম, একজন আসাদুল্লাদ এর জন্য, যিনি কিনা শেষের অংশ টুকুকেও একদিন সার্থক করে তুলবেন।
I firmly believe that one can make the difference...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




