বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় লুটপাট বন্ধ করে এ বছর হজ্জ্ব প্যাকেজের খরচ কমিয়ে আনার জন্যে।
সর্বনিম্ন হজ্জ্ব প্যাকেজের দাম ডলারে:
২০২৩ - $৫২৫৪
২০২৪ - $৩৯৯৮
মূল্য হ্রাস - ২৫%
হজ্জ্ব প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় টাকায়, কিন্তু ব্যয় বহন করতে হয় ডলারে। গত বছরের তুলনায় ডলারের দাম এ বছর দশ টাকা বেশী, সে হিসাবে টাকায় হজ্জ্ব প্যাকেজের মূল্য বেশী হওয়ার কথা, উল্টো সরকার দাম কমিয়ে দিয়েছে। শতকরা হারে হজ্জ্ব প্যাকেজের দাম গতবারের তুলনায় এবার প্রায় ২৫% কম। গত বছর প্যাকের সর্বনিম্ন মূল্য ছিল ৫,৭৮,৮৪০ টাকা এবং গত বছর এই সময়ে ডলারের দাম ছিল ১১০ টাকা ১৭ পয়সা। ডলারের মূল্যে গত বছর হজ্জ্ব প্যাকেজে মূল্য ছিল $৫২৫৪। এ বছর প্যাকেজের মূল্য ৪,৭৮,২৪২ টাকা। ডলারের দাম ১১৯ টাকা ৬০ পয়সা। এই হিসাবে এ বছর হজ্জ্ব প্যাকজের দাম ডলারে $৩৯৯৮।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


