ঢাকায় শুক্রবার জুম্মার পরের দৃশ্যটা আমার কাছে সুন্দর লাগে। দলে দলে লোক নামাজ শেষ করে বের হচ্ছে মসজিদ থেকে, টুপি পরা, পাঞ্জাবি পরা, হাতে হাতে অসংখ্য জায়নামাজ। কারো কোন হৈ হুল্লোড় নেই, চিল্লাচিল্লি নেই, গেঞ্জাম নেই। সচরাচর অন্য প্রতিদিন এত মানুষের একসাথে বের হওয়ার দৃশ্য দেখা যায়না।
মসজিদের সামনে কিছু গরীব মানুষ বসে থাকে, মহিলারা আর বাচ্চারাও থাকে। সবাই তীব্র মনোযোগ আকর্ষনের চেষ্টায় থাকে টাকা নেয়ার জন্য। একজনকে দিলে আরেকজনের মন খারাপ হয়। অনেকে মসজিদের দানবাক্সে টাকা ঢুকানোর সময় খুব কসরত করে নোটটা ছোট্ট ছিদ্রের মধ্যে প্রবেশ করায়। কেউ জুতা খুঁজে খুঁজে হয়রান হয়ে যায়।
পাশেই অস্থায়ী বাজার বসে ফেরিওয়ালাদের। সবজি থাকে, ফল থাকে, আতর-তসবিহ থাকে, টুপি থাকে। বাচ্চারা রাস্তায় নেমেই দৌড়ায়, হাসাহাসি করে। সবার বাসায় ফেরার তাড়া থাকেনা, কেউ কেউ গলির মুখে দাঁড়িয়ে সিগারেট ধরায়, চা খায়। কেউ আবার বাজার নিয়ে ঘরের দিকে ছুটে।
আমি এসব দৃশ্য দেখি, মানুষ দেখি, মানুষের কাজকর্ম দেখি। জগতে মানুষ দেখার চাইতে সুন্দর দৃশ্য আর নেই। কত রঙের মানুষ, কত ঢং, কত রুপ। রাস্তায় মানুষের কাজকর্ম দেখে দেখে আমি নিজেকে খুঁজে বেড়াই। কেন এসেছি দুনিয়ায়, কেন এতকিছু করছি, আবার কেন চলে যেতে হবে?
—জীবনের ডায়রী
©শামীম মোহাম্মদ মাসুদ
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২৫ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




