পরিবর্তনের জন্য বাংলাদেশে জেলাভিত্তিক কিংবা অঞ্চলভিত্তিক রাজনৈতিক দল গড়ে তোলা জরুরি। নির্বাচন কমিশনে দল নিবন্ধনের শর্ত সহজ করতে হবে। এক্ষেত্রে জেলাভিত্তিক কিংবা বিভাগভিত্তিক রাজনৈতিক দল গঠন হলে মানুষের মানসিকতা পরিবর্তন হবে এবং বড় দুই রাজনৈতিক দলের প্রভাব কমানো সম্ভব হবে। দল নিবন্ধন কেন্দ্রীয় পর্যায়ে হবে কিন্তু বেশিরভাগ কার্যক্রম জেলা কেন্দ্রীক হবে। নিজ জেলার মানুষের ঘরে ঘরে সেই রাজনৈতিক দলের আদর্শ ও চিন্তা চেতনা দিয়ে দলটি পরিচালিত হবে।
ধরেন, ফেনীতে ৩ টি আসন, নোয়াখালী ৬ টি ও লক্ষীপুরের ৪ টি মোট ১৩ টি আসনে এই অঞ্চলের জন্য ডেডিকেটেড কোন দল থাকলো এবং জাতীয় নির্বাচনে সেই দল ১৩ টি আসনের সবগুলো পেয়ে গেলো! অর্থাৎ এই অঞ্চলের সব মানুষ তাদের অঞ্চলভিত্তিক দলকে পছন্দ করে এবং সেই দলকেই ভোট দিলো। এভাবে রাজশাহী, সিলেট কিংবা চিটাগং অথবা বরিশালে অঞ্চলভিত্তিক দল যদি গড়ে উঠে তাহলে বড়
রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক মাঠে ক্ষমতায় যাওয়ার জন্য বেগ পেতে হবে। একক সংখ্যাগরিষ্ঠ তো দূরে থাক অঞ্চলের দলগুলোর সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়া ছাড়া তাদের কোন উপায় থাকবে না। এক্ষেত্রে তারা জনগনের প্রতি আরো বেশি সিরিয়াস হবে। নিজের নীতি ও আদর্শ ঠিক করবে, জনগণকে মহা মুল্যবান মনে করে তাদের সমর্থনের জন্য চেষ্টা করবে।
আমাদের দেশের মানুষ জন্মসূত্রে আওয়ামিলীগ বিএনপি করে। এদেশে একটি শিশুর জন্ম হলে আওয়ামিলীগ-বিএনপি খুশি হয় কারন তারা বিনা কষ্টে বিনা পরিশ্রমে তাদের দলের একজন ভোটার পেলো। ওই বাচ্চাটিকে তারা নিজ দলের প্রতি আকৃষ্ট করার দরকার নেই, তার যত্ন নেয়ার দরকার নেই, তাকে আদর্শ দেখানোর দরকার নেই শুধু ওই শিশু বড় হলেই অটোমেটিক সে আওয়ামিলীগ অথবা বিএনপির সমর্থক। বিশ্বের আর কোন দেশের কোন দল বিনা পরিশ্রমে, এত সহজে কোটি কোটি সমর্থক পায় কিনা আমার জানা নাই। যুগ যুগ ধরে চলে আসা আমাদের এই মানসিকতা পরিবর্তন হতে হলে অঞ্চলভিত্তিক রাজনৈতিক দল গড়তে হবে।
(সিরিয়াস কলাম/শামীম মোহাম্মদ মাসুদ)
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২৫ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





