“আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায়, তাহলে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনতে পারে। অতঃপর তাকে পৌঁছে দাও তার নিরাপদ স্থানে।”
—(সুরা তওবা, আয়াত ৬)
“দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি-ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালবাসেন।”
—(সুরা আল মুমতাহিনা আয়াত ৮)
‘আপনার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীর সব মানুষ ঈমান আনত। তবে আপনি কি মানুষকে বাধ্য করবেন যেন তারা ঈমান নিয়ে আসে?’
—(সুরা ইউনুস আয়াত ৯৯)
পবিত্র কোরানের এই তিনটা আয়াত কি কেউ উপলব্ধি করে? কোন হুজুর বা ইমাম সাহেব এই তিনটি আয়াত নিয়ে মসজিদে বয়ান দিয়েছে? যদি মানুষ এই আয়াতগুলো উপলব্ধি করতো তাহলে এই যে সারাদেশে মব জাস্টিস হচ্ছে, অন্যায় হচ্ছে তা থেকে মানুষ বিরত হতো। অথচ আশ্চর্য লাগে অনেক দাঁড়ি টুপি পরা মানুষকেও দেখি মব জাস্টিস করছে। অন্যায় আচরণ করছে, অমানবিক কাজ করছে। আবার যারা এসব করছে তাদের পক্ষে সাফাই গাচ্ছে, তাদেরকে সাপোর্ট দিচ্ছে!
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৫ সকাল ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



