আজ খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল দুপুরে বাসচাপায় নিহত শিক্ষার্থী হাদিউল ইসলাম এনামুল এর প্রতি শোক জ্ঞাপন এবং ঘটনার জন্য দায়ী বাসচালকের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হল। দুপুর ১টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রায় ৫০ মিনিট ব্যাপী এই মানববন্ধন বিশ্ববিদ্যালয়ের তিন রাস্তার মোড় যেখানে হাদির মৃত্যু হয় সেখান থেকে শুরু করে মেইন গেট পর্যন্ত দীর্ঘ ছিল।
মেইন গেটের কাছাকাছি যখন দাঁড়িয়ে ছিলাম তখন দেখলাম বাইরে সড়কের উপর মানববন্ধনে যোগ দিতে আসা হাদির আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের আটকে দিয়েছে পুলিশ। পরে ছাত্র বিষয়ক পরিচালক সেখানে গিয়ে পুলিশের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করে তাদের ভেতর থেকে কয়েকজনকে ক্যাম্পাসের ভেতরে নিয়ে আসেন। আরো অনেকে বাইরে দাঁড়িয়ে ছিল।
একজন প্রয়াত মানুষের জন্য মানববন্ধন করব, তাও ওরা শান্তিতে করতে দেবে না। পুলিশের কি এতটুকু বিবেক-বিবেচনা বোধ নেই? যারা এসেছিল তারা তো শোকার্ত ছিল, তাদের আকুতি কি একটু বিবেচনা করতে পারত না ওরা? বাংলাদেশে পুলিশ এতটা নির্বোধ কি করে হয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




