তুমি বৈশাখ....
আমি না হয় মরা ঘাস,
তুমি পহেলা বৈশাখ....
আমি না হয় চৈত্রের এক,
তুমি দুরন্ত বৈশাখী ঝড়....
আমি না হয় নিভু নিভু মোমবাতি,
তুমি বৈশাখের মন মাতানো মেলা....
আমি না হয় কিশোরীরদের আনন্দের নাগরদোলা,
তুমি বৈশাখের পান্তা আর ইলিশ....
আমি না হয় মেওয়ানিজ মাখানো দুইটা পাউরুটি।
আমি কবি নই। কসম করে বলছি এটাই আমার প্রথম কবিতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




