দেশপ্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা ; কেউ কাউকে নির্ধারন করে দেয়না- দিতে হয় না !!!
নজরুল পরিবারের সদস্য সোনালী কাজী নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত আমাদের প্রাণের কবির কবরের পাশে শহীদ শরীফ ওসমান হাদীকে কবর দেয়ায় গোস্যা করেছে !!!
সোনালী কাজীর জন্ম কত সালে ???!!! ও আমাদের বিদ্রোহী কবির কতটুকু ধারন করে ??? প্রিয় কবিকে কি কবির পরিবারের ইচ্ছায় বা তাদের পারমিশন নিয়ে ওখানে দাফন করা হয়েছিল ???????!!!!!! বরং তা করা হয়েছিল প্রিয় কবির লেখা সে অবিষ্মরনীয় গজল -মসজিদের-ই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে শুয়েও মোয়াজ্জিনের আজান শুনতে পাই- লেখায় প্রকাশিত কবির ইচ্ছার ভিত্তিতে এবং তৎ সময়ের শাসক ও জনসাধারনের উৎসর্গকৃত কবির প্রতি অশেষ শ্রদ্ধা ও সম্মান জানিয়ে !!!!
এ উপমহাদেশের অনন্য শ্রেষ্ঠ এ কবিকে খুঁজে পাওয়া যেত না; যদি না বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রিয় কবিকে কোলকাতার ঘিঞ্জি পরিবেশ থেকে স্বাধীন বাংলাদেশে তুলে না আনতেন !!
মূর্খ ও ব্লক হেডেড লোকদের সাথে তর্কে যেতে নেই !!!
শরীফ ওসমান হাদি বাংলাদেশের কে; তার প্রমান- তার প্রতি এ দেশের কোটি কোটি মানুষের হৃদয় উজার করে দেয়া ভালোবাসা !!!
বহু বছরেও বাংলাদেশের কোনও মানুষের প্রতি জানানো এ শ্রদ্ধা ও সম্মান; অনন্য ও নজীরবিহীন !!!! এ দেখে যাদের গা জ্বলে, তারা কতই না হতভাগা শ্রেণীর জালেম !!
বিদ্রোহী কবির কবরের পাশে কেন শহীদ শরীফ ওসমান হাদীকে কবর দেয়া হলো; তা নিয়ে আনন্দ বাজার পত্রিকার রেফারেন্স দিয়ে কিছু লেখা; বাংলাদেশের ১৬ কোটি (২ কোটি ভিন্নমতের; বাদ দিলাম) মানুষের মন ও মতের সাথে মিলে না বরং এগুলো কেবলই নীচতা, হীনমন্যতা ও উস্কানীমূলক !!
আমি কাকে কখন কিভাবে ভালোবাসবো ; সে স্বাধীনতা সম্পূর্ণ আমার !! তবে এ-ও বলি, আমি যাকে পরিত্যাগ করবো; তা যেন অসম্মান প্রকাশের মধ্যে দিয়ে না হয় !!!
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



