ভাষা মানে ভাবার উপায়, নতুন শেখা কথা,
ভাষা মানেই মায়ের বলা নতুন রূপকথা ।
ভাষা মানেই তুমি - আমি - ২১ শে ফেব্রুয়ারী,
ভাষা মানেই ভাইয়ের রক্ত, আমি কি ভুলতে পারি?
মনের সুখ, মনের দুখ; - মাতৃভাষায় ভাবি,
মনের মানুষ - মনের চক্ষে মাতৃভাষায় দেখি।
প্রবল ব্যাথায় মা কে আমার মাতৃভাষায় ডাকি,
প্রবল ক্ষোভে তোমারে দিই মাতৃভাষার গালি ।

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




