লাগ্ - লাগ্ - লাগ্ লাগল লড়াই....
দুই গ্রামের মাঝে...
কোথায় নাকি ভাঙ্গা-ভাঙ্গি
মসজিদে-মন্দিরে...।
আরে, লাগল লড়াই লাগল রে....!
সেদিন হাটের মাঝে, বাজার মাঝে,
কেনাকাটি চলে...
কদিন বাদেই ঈদ আর পূজা
আগে পরেই আছে....।
হলেও, লাগল লড়াই লাগল রে....!
আমার মসজিদের ঐ মধুর আজান
বাতাসেতে ভাসে...
সাঁঝের বেলা কাঁসর ঘন্টা
আমার মন্দিরেতে বাজে....।
তবুও, লাগল লড়াই লাগল রে....!
রাম আর রহিম দুজন ফেরে
পাঠশালাতে পড়ে....
দূরের থেকে ঘর পোড়ানোর
ধোঁয়ার গন্ধ আসে....।
কেন, লাগল লড়াই লাগল রে....?
ওরে শুধায়, তারে শুধায়, “কি হলরে, বল?”
“কেন শুনিস নি?
কোথায় নাকি ভাঙ্গা-ভাঙ্গি
মসজিদে-মন্দিরে...”।
তাই তো, লাগল লড়াই লাগল রে....!
পরের আগুন ঘরে এলো গুজবেতে ভেসে,
গুজব হলেও নিল প্রান
কত লোকের কেড়ে।
হায়দার, কমল, ইউনুস, শ্যামল, থাকে
আজ নিথর হয়ে শুয়ে....
উড়লো শকুন, ছুটলো শৃগাল
নরমাংসের লোভে
কোথায় নাকি কাটা-কাটি
আজ মানুষেরা করে !
শেষে, থামল লড়াই থামল রে ...!
শিয়াল মামা বেজায় খুশি, আজ বিশাল ভোজ
এত খাবার একসাথে?
কেন আমার জোটেনা গো রোজ?
ঝাঁপিয়ে পড়ে শৃগাল শকুন মহা আনন্দে,
আরে, থামল লড়াই থামল রে ...!
ভোজের শেষে, শৃগাল শকুন গল্প করে বসে,
“শিয়াল মামা, কেমন খেলেন
আজ নরমাংস পেয়ে?”
শিয়াল বলে, “রহিম-রাম সবারেই খাইলাম ভাই,
কিন্তু তাদের স্বাদে-গন্ধে, তফাৎ কিছুই নাই !!”

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




