মডারেটার বন্ধুর উদ্দেশ্যে একটি অতি পুরোনো গল্প ;
এক ঢাকার মানুষ গেছে কলকাতার শিয়ালদার বাজারে। তরকারি পট্টীতে প্রায় সব কলকাত্তাইয়া লোক।
"বাইগনের কিলো কত?”"
দোকানদার তো হেসে কুটিপাটি, বলে- "কি বললে মাইরী!"
ঢাকাইয়া তো!!! চেইত্যা গেল।
“"ক্যান? বাইগন কইসি তো কইসি, তয় হইসে টা কি?”"
দোকানদার - "—ছোঃ! বেগুন বলতে পারো না?"
ঢাকাইয়া - "ক্যান, বাইগনরে বেগুন কমু ক্যান?"
দোকানদার - "আহা, বেগুন বললে মিষ্টি শোনাবে!"
ঢাকাইয়া - "তাইলে, বাইগনরে বেগুন না কইয়া, প্রাণনাথ কইলেই হয়, আরও মিষ্টি শোনাইবো! তা, তোমার প্রাণনাথের কিলো কত কইর্যা?"
যাই হোক, এবার প্রাণনাথ মডারেটার বন্ধুর (প্রাণনাথ কইলে মিষ্টি শোনাইবো) উদ্দেশ্যে আমার প্রশ্ন, সাত দিনের বেশি হলো ব্লগে লিখছি, আর কতদিন পরে প্রথম পাতায় লেখার ক্ষমতা প্রদান করবেন?
আমি আরো কিছু লেখা রেডি করে বসে আছি (ভালো-মন্দ পাঠকেরা বিচার করবেন), যা কেবলমাত্র প্রথম পাতায় লেখার সুযোগ পেলেই প্রকাশ করবো।
বাংলা ভাষার জয় হোক !
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




