এভাবে না জন্মে আমি হতে পারতাম অন্য যে কোন কিছুই
অথবা হতাম না
হতে পারার দন্ডটি কেবলই মানুষের
এমনকি না হতে পারার ক্ষোভ, সেও মনুষ্যচু্যতি
এভাবে বেঁচে না থেকে আমি মারা যেতে পারতাম সহজেই
না জেনে; না জানিয়ে সরে যেতে পারতাম
অনুপস্থিত হওয়া কঠিন কিছু নয়
ক্লাসে, বাসে, জীবনে
ইন্দ্রিয়ের ফাঁক গলে বেরিয়ে যেতে পারত কয়েকটা দীর্ঘশ্বাস
উপলব্ধিকে ফাঁকি দিয়ে
মন খারাপ দূরত্বে
মৃতু্যর জেব্রা ক্রসিংয়ে
বয়সে বয়সে বেজে চলা জেনেটিক-ক্লক থেমেও যেতে পারত
অথবা ঘটতে পারত দু একটা হরমোন অভিক্ষেপ কোন দৈব রসায়নে
পা থেকে মাথা পর্যন্ত
মানুষ না হয়ে আমি হতে পারতাম অন্য যে কোন কিছুই
একটা ভাঙ্গা পেন্সিল, টিসু্য পেপার
খোকার সানগ্লাস
অথবা নেহাতই একটা তীব্র চিৎকার
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৬ রাত ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



