somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক রিভিউ অথবা আমার চিন্তাব্যাখ্যার ব্যায়াম সিরিজঃ ১

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বইয়ের নামঃ অহেতুক আলেবালে জলসেচনে ক্ষতি নাই
কবিঃ আদনান আলী
প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২০২৪
প্রকাশকঃ চন্দ্রবিন্দু


‘বুক রিভিউ’ নামক শব্দ যুগলের পেছনে ছায়ার মত যে শরীরী চিত্রকল্প জেগে উঠতে পারে সেটাকে বাংলা ভাষার শক্তি ও ইংরেজি ভাষার দূর্বলতা না বলাটা অন্যায়ই হবে। ‘বুক’-কে ইংরেজি অর্থেই বুঝতে হবে এমন দাবী আমি আপাতত মানছিনা। আর ‘রিভিউ’ শব্দে যে শীতল দূরত্ব এবং কতৃত্ব রাজত্ব করে সেটাকেও দূরে রাখলাম। নারীর বুক আমার প্রিয়, আরো বহুকিছুই । আবার, আমার চিত্রকল্পের পেছনে যে যৌন-আবেশ সেটাকে ঘ্যাঁচ করে কেটে দেবার জন্য যেসব সমালোচক প্রায় জনদাবী তুলে ফেলবেন বলে অনুমান করি, তাদের মুখগুলো কল্পনা করে একচোট হাসলামও। একসময় হলে সিনেমা দেখে ফিরেও কিন্তু মানুষজন বলতেন, ‘শালা! কি একটা বই-ই বানাইছে’। আশাকরি অনেকের মনে পড়বে। আর যাদের মনে পড়ছে না তারা শিখলেন বিষয়টা। শিখতে তো ক্ষতি নাই। ফলে ‘কবিতার বই পর্যালোচনা’ বাক্যে যে গুরুগম্ভীর ভাব সেটাকেও সরিয়ে রাখা যেতে পারে। পুরো বিষয়টি আমার চিন্তাব্যাখ্যার ব্যায়াম। এই কসরৎ-কে ক্ষমা করবেন পাঠক এবং কবি স্বয়ং।

ডিসক্লেইমার এই যে, ‘কবিতার বহি পাঠ করিবার’ ব্যায়ামে কোন প্রকার আর্থিক প্রণোদনা আদনান আলী প্রদান করেন নাই। এই বস্তুটি যে লিখিত হইতেছে সেই বিষয়ে তাহার অনুমানও নাই। তবে, তিনি অতি-চালাক মানুষ। স্বভাবজাত বিনয়, আমার পুস্তকের এবং কবিতার প্রতি উনার লম্বা সময়ের আগ্রহ যে তলেতলে আমাকে উনার বই সম্পর্কে ঘনিষ্ট করে তুলতে পারে সেই কৌশল তাঁর না-জানার কথা নয়। তবে এসব যাপিত কৌশলের জালের বাইরে আমাদের নিবিষ্ট আড্ডাসমূহ এই বুক রিভিউ লিখতে উৎসাহ দিচ্ছে তা নিশ্চিত। ব্যবচ্ছেদে আমার আগ্রহ না থাকলেও এই নিষ্ঠুর দুনিয়া আমাকে মর্গের ডাক্তার বানিয়ে রেখেছেন বেশ ছোটবেলা থেকে, তাই ফ্রীজারে বহু লাশ, সেইসব লাশদের আমি ভালোবাসি। আর সেখান থেকেই কবিতা।

আদনান আলী-র এই কাব্যগ্রন্থকে আমার সেরকমই মনে হয়েছে। উনচল্লিশ পৃষ্ঠার কবিতা ‘তন্দ্রামেদুর নেক্রোপলিসে’ এর সুস্পষ্ট প্রতিফলন। এখানে যে একগুচ্ছো ‘নাই’ হতে থাকার বেদনা-প্রতিবেদন, সেখানে আকুতি যতটা কবিতা ততটা নাই। আছে দৃশ্যপট পাল্টে যাবার গল্প, আছে শ্রেণী বিশ্লেষণ। মজার বিষয় হল এর আগের কবিতার শিরোনাম, ‘আত্মলেহন’। প্রায় কাব্যিক জাস্টিসের মত দুটো কবিতা হাত ধরে আছে। গুমোট অভিমান, তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং এমন এক নিয়তির কথা বলা যা আমরা সবাই জানি, হয়ত বিবমিষা নিয়ে দেখি। কেউ ভাষা দেই; কেউ পারিনা। আদনান আলী ভাষা দিয়েছেন, তিনি যে কবি মানস ধারণ করেন তার কিছু নিদর্শন পাওয়া যায় এর পরম্পরায়। যদিও এই শহরে এই সুর বেজে গেছে বেশ আগেই, মেঘদলের গানই বা যদি স্মরণ করি, “কিছু বিষাদ হোক পাখি…”। এ প্রসঙ্গে আমার প্রশ্ন তাই এই প্রেক্ষাপটে আদনান আলী নতুন কি হাজির করলেন শিল্প উপলব্ধিতে কিংবা প্রকাশে?

‘নশ্বর বিকেলে’ কবিতা-প্রচেষ্টাটি আসলে “মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায় - মুনীর চৌধুরী”-র এই জনপ্রিয় প্রবচনের পুনরুৎপাদনই মনে হয়েছে। আমি বিশ্বাস করি আদনান আলী এই লাইনে না গেলেই ভালো করবেন। কারণ কবি হিসেবে ওনার অর্ন্তগত সুর আমার মতে ‘দেহলতা’ (পৃ: ৩১)। এটা পড়বেন আপনারা। তেমনি ‘ঠিকানা’, (পৃ: ২৮)। ‘সৃষ্টিপর্ব’ , ‘মূষিক সমাচার’, ‘প্রাগৈতিহাসিক’, ‘রুদ্ধ আগামীকালের জন্য মর্সিয়া’ এগুলো প্রথম কবিতার বইয়ের দোষে দুষ্ট। কিছু একটা করে ফেলবো, বলে ফেলবো ধরণের। আর আছে উনার ‘সৃষ্টির আদিকালজনিত ফেটিশ’। আমি ঠিক জানিনা কোন কোন কবি বা কবিতা দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এই লাইনটি নিয়েছেন। সতর্ক হতে অনুরোধ করি। ‘দিকচক্রবালে উনি কে’ এটিও দূর্বল। কবিতা জীবন উপলব্ধির ছোটছোট বয়ানের জিনিস নয় বলে আমার মনে হয়।

‘কাঠগড়ায় কৈবর্ত’-(পৃ:২৬)। এই কবিতায় আমি আদনান আলী-র দারুণ সম্ভাবনাকে দেখতে পাই। একটা ঝাঁকি দিয়ে কবিতার যে শুরু এবং প্রথম ছয় লাইনের যে দুনিয়া নির্মাণ তা দারুণ। এরপর রুপকের মোক্ষম ব্যবহার, বয়স্ক আদনান আলীর জন্য কবিতা লিখছেন যেন তরুণ আদনান। “তবু্‌ও তিনিই ছিলেন দেশের প্রধানতম অপরাধী” যাদুবাস্তবতার সাবলীল অনুপ্রবেশ এবং ক্রমশ মানবিক হতে থাকার গল্প। আমার প্রিয় কবিতা।

‘অন্য কোনো মাহবুবুর রহমান’ এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা, (পৃ:১০)। কবিতা, নতুন যে বিশ্বে যাওয়ার সৌভাগ্য পাঠককে প্রদান করে সেটার একটা সহজ উদাহরণ হল এই কবিতা। কবিতাটা সরল এবং তাই মেধাবী। আলংকারিক বোঝাহীণ, সম্পূর্ন স্বপ্নময়, আবেগী এবং সংক্রামক একটি কবিতা যেটির শিরোনাম আমার বহুদিন মনে থাকবে। আমি মনে করি যে আদনান বইটিরও শিরোনাম এটিই দিতে পারতেন। আদনানের বহুবিধতা, পর্যবেক্ষণ এবং উপলব্ধিকে একেবারেই খাটো না করে বলতে চাই যে পুরো বইটিতে আদনান ‘অন্য কোনো মাহবুবুর রহমান’-কেই খুঁজে বের করতে চেয়েছেন। এই মাহবুবুর রহমান উনি নিজেই অথবা আমরা সবাই। এমনটাই আমার উপলব্ধি।

আলাপ শুরু করেছিলাম বিমানবিক ‘নাই’ হয়ে যাওয়াকে আশ্রয় করে। এমন এক নিষ্ঠুর সময়, যেখানে ‘নাই’ হয়ে যাওয়া বিক্রী হচ্ছে নস্টালজিয়া হিসেবে। আমাদের সময়ের চালুশব্দ হিসেবে আদরও পাচ্ছে বেশ। তবুও এই সময়টা মুষড়ে পরার নয়। বিষণ্নতায় ডুবে যাবার নয়। আমি মনে করি যে এই সময়টাই জ্বলে ওঠার। সমস্বরে ডিলান থমাসের মত বলে উঠতে, Rage, rage against the dying of the light.

আদনানও হয়তো তেমনটাই মনে করে থাকবেন, তা না হলে এই আকালে কবিতার বই বের করার মত অসফল বিনিয়োগে উনি কেনইবা নিযুক্ত হলেন?

শরৎ চৌধুরী, কবি। ২৩শে ফেব্রুয়ারি ২০২৪।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের গার্মেন্টস শিল্প কি পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল?

লিখেছেন গেছো দাদা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৭

অনেক ভারতীয় দের দেখি কেবল পেয়াজ, আলু, কাঁচা মরিচ এসবের উদাহরন দিয়েই সোশাল মিডিয়ায় বাংলাদেশি দের আক্রমন কে প্রতিহত করে! তাই আমরা বাংলাদেশে কি কি পন্য রপ্তানি করি সেই বিষয়ে... ...বাকিটুকু পড়ুন

একটি অরাজনৈতিক গল্প.....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১০

এক অন্ধ ভিখারি ভিক্ষা করতে করতে একদিন রাজপ্রাসাদে
ঢুকে পড়লো। রাজার মনে দয়া এলো।
রাজামশাই মন্ত্রী-কে ডেকে বললেন-
"'জানো হে, এই ভিক্ষুক জন্মান্ধ নন, একে চিকিৎসা করানো হোক। আমার দৃঢ় বিশ্বাস, চিকিৎসা... ...বাকিটুকু পড়ুন

হিন্দু ধর্মের মানুষদের নোৗকায় ভোট না দিতে হুশিয়ারী দিয়েছে সার্ভিস আলম

লিখেছেন আহসানের ব্লগ, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৭


ঠাকুরগাওয়ে হিন্দু ধর্মের মানুষদের নোৗকায় ভোট না দিতে হুশিয়ারী দিয়েছে সার্ভিস আলম। এবং তাদের ওপরে যে হামলা হয় তার জন্য হিন্দুরাই দায়ী। কারন হিন্দুরা নৌকায় ভোট দেয়। যার ভোট সে... ...বাকিটুকু পড়ুন

মিঠাই লাগাইন্যা শয়তান!! # ২

লিখেছেন শেরজা তপন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৭


গাজিয়াবাদের গোপন এক ডেরায় আপার মুখোমুখি বসে মিঠাই লাগাইন্যা শয়তান' বসে মিচকি মিচকি হাসিতেছে।
আপা তারে জিগাইল, 'হাসতে কিউ হু?' (আপার হিন্দী এই রকম, কেউ ভুল ধরিয়েন না)
মিঠাই... ...বাকিটুকু পড়ুন

আরাফাতের ড্রাগ তত্ত্ব বিশ্লেষন

লিখেছেন শিশির খান ১৪, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৭



আওয়ামীলীগের থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠান সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারপারসন আরাফাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত রংপুরের শহীদ আবু সাঈদের বিষয়ে মন্তব্য করতে যেয়ে বলে “ আন্দোলনকারীদের অনেকে ড্রাগড ছিল।... ...বাকিটুকু পড়ুন

×