সুইডেনে ফ্রী লেখাপড়া করার শেষ সুজোগ আর মাত্র কয়েক দিন বাকি। আর আমারো সুইডেনে যাবার ইচ্ছা এতদিনে উদয় হইছে। সব সময়ই শেষ তারিখ আগায়া আসলে আমার ঘুম ভাঙ্গে। যাই হউক আসল কথায় আসি, ভাই আপনারা যারা সুইডেনে লেখাপড়ার বিষয়ে কিছু জানেন দয়া করে এই অধমকে একটু সাহায্য করুন। আগে আমার রেজাল্টা বলে নেই। আমি সধারন মানের ছাত্র।
এস.এস.সি ২০০৪ জিপিএ ৩.১৩ (বিজ্ঞান বিভাগ)
এইচ.এস.সি ২০০৬ জিপিএ ৩.৬০ (বিজ্ঞান বিভাগ)
IELTS ৫.৫
আমার এই রেজাল্ট দিয়ে সুইডেনের কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে এপ্লাই করতে পারব?
প্লিজ কিছু ইনফো দিয়ে একটু সাহায্য করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




