০২/১১/১০
আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যায়।
আমার মনিটা যে এখন খুব বেশি অসুস্থ!
ও আমার ডিপার্টমেন্টের ছোট বোন।
একই হলে থেকেছি।
একটা ছবি দেখবেন মা'য়ের সাহায্যের জন্য!! তিন বছর আগের এটা। আমাদের এক বন্ধুর মাকে বাঁচাতে আমরা দাঁড়িয়েছিলাম বইমেলায়। মনি....ব্যানারের ছবিটার ''আক্রান্ত" শব্দটার পিছনে দাঁড়ানো। তখনই যে ওর শরীরে ডাবেটিস...তা তো কখনো বলেনি!! এমকি ওর পাশে মিতা...রে সবচেয়ে ভাল বন্ধু।। ওকেও কখনো জানতে দেয়নি। এই বোসটা আমার .. ওর যে কি কষ্ট হচ্ছে! অ্যাকাইন্ট সম্বর একটি আছে। আমরা সাহায্যও চাই। গতকালই এসেছে প্রথম আলোতে। কিন্তু ও যে নিশ্বাস নিতে পারে না। ওর জন্য আগে চাই দোয়া।
দু'বার হার্ট অ্যাটাক হয়েছে।
একটি কিডনিও কাজ করছে না এক ফোটা।
সাহায্য চাইব।
তার আগে আল্লাহ ওকে একটু সুস্থ করুন...আপনারা যেন এই দোয়া করেন।
মনি'র জন্য...(আগের পোস্ট)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



