মাথায় নাকি জিদ্ উঠে গেলে তার আর রাত-দিন নাই, কে শোনে কার বুঝ তখন!!
কি এমন পাগলামি কথার মোহে সেই রাতে ও চলে এলো আমার বাসার আশেপাশে,
আমার পরিবারের সবাই বাসায় ছিলো, আমি কিছুই ভেবে পেলাম না, কি থেকে কি করবো এখন! এত দুরের পথে ও আসার পর দার করিয়ে রাখবো কি না। কি করবে ও একা দারিয়ে, কোন ভরশায় থাকবে?? ওতো আমারই কাছে আমারই কারনে ছুটে এসেছে, না হয় ভুল করে, তবুও তো!!
আমি ওকে নিয়ে এখন কোথায় গিয়ে উঠবো! কারো বাসায় ওঠা ঠিক হবে?? না জা:বি: মেয়েদের হলে নিয়ে রাখবো!!
এত রাতে কোন ভাবে আমার ঘরেও ওকে ঢোকানো যাচ্ছেনা,
কি এমন পাগলামি করতে গেলো!!
ওকে বোঝালাম: যেভাবে হউক বাসায় ফিরে যা!
প্রয়োজনে চল..... আমি পৌছে দেই তোকে!
আর শোন, এমন ওলট-পালোট করলে কিন্তু আমারে আর কখনোই পাবিনা! (ওরে এই হালে দেইখা আর কিছুই বলতে পারছিলাম না, কই যে গেলো এত্ব করা করা কথা যা ওকে বলার ছিলো!!!)
ও আর পায় আমাকে........ আমাকে ও ছেরেই যাবেনা আজ,
এমনকি হুমকি সরূপ সে কোন চিন্তা ভাবনা না কইরা বলে বসলো,
তুই আমাকে যেইখানে খুশি সেইখানে রাখ্, যা ইচ্ছা কর আমার সাথে.....
অনেক ধর্য্য ধরসি, আর না. . . .কি পাইসিস আমাকে....?
আমি ওনেকটা হতবাত আর অবাক হয়ে তখন মনে মনে ভাবতেও পারছিলাম না কিভাবে পাইছিলাম ওকে!
আমি না ও পেয়েছিলো আমাকে। আমাকে পাবারই আছে কি...?
আমি তো এমনিতেই আমি!
জলদি একটা সিদ্ধান্ত নিতেই হবে,
রাত ১১ টার উপরে সময়, অনেক তোয়াক্কা বাজীর পর একটা গন্তব্যের দ্বিগুন ভাড়ার সি.এন.জি পেলাম, ওকে প্রকাশ্যে নারী নির্যাতনের ঝুকিটা নিয়েই একপ্রকার ওর ইচ্ছের বিরূদ্ধে টেনে দ্বিগুন ভাড়ার সি.এন.জি তে উঠে পরলাম এবং কোন প্রকার ঝক্কি ঝামেলা ছাড়াই ওর বাড়ির সামনে সি.এন.জি ভাড়া মিটিয়ে বল্লাম: রাইতের ঘুম তো হারাম করছিস্ এইবার বাসায় গিয়া পেট ভইরা খাওয়াবি!!
আমি এইবারো কিছু বুঝলাম না, ওর মুখে মিটমিটা হাসি, আর কেমন বাঁকা চোখে তাকাইয়া চুপ কইরা আমার সব কিছু মেনে নিচ্ছে!!
আমি বল্লাম কিরে!! কি হইলো তোর? আমারে কোন রহস্যর মধ্যে ফালইলি....? আমি তোর এই বারোয়ারি প্যাঁচের কলকির্তী কিন্তু বুঝতেসিনা।। কি চাইস এখন তুই??? কোন কান্ড আবার ঘটাবি??
ও বিশ্ব-ভোলা হাসি দিয়া আমাকে বল্ল: আমি তোরে, তোরে, তোরে চাই............ আয় বাসায় যখন নিয়া আসলি বাসায় আয়, এই বইলা ওর বড় ভাইয়ের ফোনে একটা কল করে গেইট খুলতে বল্ল, ভাই আসরো ওর ঘরে ডেকে নিলো, মা বাবা আসলো ওর.... আমি কিছু বলতে ভাবতে না ভাবতেই ও ওর ভাই এবং মা বাপরে জানাইয়া দিলো আমি নাকি উসলাইয়া ফাসলাইয়া ওরে এই রাইতে কই কিই ঘুরাইয়া বাসায় ফিরাইয়া আনসি......
তখন বাজে রাত ১টা ২৭ এর মত..... ওর বাবা আমাকে ফ্রেশ হয়ে নিতে বল্ল, আমার একটু উৎকন্ঠা লাগছিলো আর ওর মায়ের চাল চলন কেমন যেনো বিপদজনক ঠেকলো, ভাইটা শুধু বল্ল: ওও! তুমি তাহলে...? খাওয়া দাওয়া করে নাও তারপর কথা হবে, আর তুমি আমার রুমেই থাকবে......
এই বলে ভাই সরে গেলো.... সয়তান্নিটা আমার হাতে একটা তোয়ালে গূজে দিয়ে ইশারায় বল্ল ''হুমম্!! আজরাতেই!!
আমার শরীর ঘামছে কি আজ রাতে.....??? আমি একপ্রকার কোনভাবে বেরিয়ে পরলাম ওদের বাসা থেকে...... রাস্তায় এই গলি থেকে ওই গলি হাটা শুরু করলাম..... দ্রুত হাটছি...... ও ফোন করছে বার বার, ফিরে এসো... কোথায় যাবে এত রাতে....??? ও কান্না করছে, বল্ল; বাসার সবাই আগে থেকেই তোমার আমার কথা জানে, প্লিজ এসো তুমি.... আজ রাত থেকে আর কোন সম্পর্ক রেখোনা আমার সাথে তবু এসো...... আমি হাটছি.... নিয়ন আলোয় আমার ম্লান ছায়া..... খুব ক্ষুধা লেগেছে! ঘুম আর ক্লান্তিতে কিছুই মাথায় আসছেনা........ আমি হাটছি........
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




