ঘুম না পেয়ে স্বপ্ন আমায় পেয়ে বসে?
রন্ধ্রে আমার নিশাচর শিহরণ অনুপ্রাসে,
নীলচে আঁধার জরানো শিশির সবুজ ঘাসে।
ভরের স্নিগ্ধ হয়ে, আযানের কন্ঠ ছুয়ে,
বকুলের গন্ধে আকূল, জলেদের শ্রবণ পেয়ে-
চোখ মেলিয়ে চায়, কি কে যেনো আসে,
উষ্ণ সূর্য আলো, বাতাশের পরশ ঘেষে-
আবীরে জুরে দিলো, রঙিন শীতল ঝরা
স্বপ্ন নিরব হেসে।
দিগন্তের ভাজে দু'হাত রেখে দেখি, এ কি!
কে আমায় ছুয়ে ফেলে.........................
সময় নিতান্তই ঘুমের ফাঁদে ফেলতে চায়
কেউ এসে আবার আমায় স্বপ্ন দেখায়-
স্বপ্ন লোলুপ এই নগরীর অন্তরালে।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৯ রাত ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




