প্রতিদান গুলো ফিরিয়ে নিতে
সময় অসময়ে সময় আসবে একদিন,
তখন বলবে কথা-
হাসনাহেনা গুলো তখন কর্কষ
কেউ তার সুবাস খুজে পাবেনা।
ভুল করে দেয়া না হয় নির্ভুলের
এই শুকনো বেলী ফুল চিঠির ভাজেই থাক
আজ এই কথা গুলো শুনো।
আকাশ ভেজা বৃষ্টি বেলায়
রোদ পিঠে নিয়ে পাখিটা ফিরছে দেখে
আকাশে ওড়ার আদম্যতা, এখনো থেকে আছে-
ইচ্ছে ছিলো একসাথে সুখ-দুখের পসরায়
আলোকিত হয়ে থাকার।
জলজ প্রপাতেও চিন্হ থাকে নৈসর্গিক
তা কিভাবে বুঝিয়ে বলতে পারা যায়
কিছু ভেতরে সংগোপনে বেড়ে ওঠা সংবরন-
না বলতে পারা আনমনেই সংবর্তায়।


সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৯ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




