তোমার সন্তানেরা, তোমার সন্তান নয়।
তারা প্রবাহিত জীবনের আকুল প্রত্যাশার পুত্র-কন্যা।
তারা তোমাদের মাধ্যমে আসে,
কিন্তু তোমাদের ভেতরে জন্ম নেয় না তারা,
যদিও তোমাদের সাথে থাকে, তারা তোমাদের সম্পদ নয়।
তোমরা ভালোবাসা দিতে পারো কিন্তু তোমাদের ভাবনা দিওনা।
কারন তাদের নিজস্ব ভাবনা আছে ।
তোমরা তাদের শরীরকে গর্ভে ধারণ করেছ
কিন্তু তাদের আত্বাকে না।
কারন তাদের আত্বা বাস করে ভবিষ্যতের গৃহে,
তোমরা স্বপ্নেও সে গৃহের সন্ধান পাও না।


কাহলিল জিবরানের দ্য প্রফেট থেকে নেয়া
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৯ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




