গরম কফি গাঢ় চিনি
রঙ না করা গোলাপি ঠোঁট
বৃদ্ধ সাঁকোর ওপর
নড়বড়ে ঝুলন্ত নীল আকাশ
দুই খণ্ড মেঘ
বুকের চাতালে বৃষ্টি!
কাঁপছ কেন তুমি ? তোমার ঊরু!
তোমার ভ্রু-জোড়া ভাঁজছো কেন এতো ?
গরম কফি গাঢ় চিনি
একটু হলেই জিভ পুড়ে যেতো
সুপারির মতো শক্ত
একফোঁটা রক্ত, শীতল কামড়
ঘা শুকানো বিড়াল, রঙচটা বারান্দা
আঙুলের গ্রিল, ফাঁক
কাঁদছ কেন তুমি ? তোমার গভীর
নাভির ছিদ্রে উত্তপ্তবোধির জল কেন এতো ?
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১২ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




