কিন্তু দেখো এখন অনেক রাত
কতদিন জোনাক
আর একসাথে ঘরের আলো বন্ধ করে
প্রদীপের আলোয়
দুজন মুখ চাওয়াচাওয়ি করি না,
এখন যার দিকে তাকাচ্ছ
আমি নিশ্চিত;
সেদিকে তাকিয়ে আমাকে ভাবো,
একা থাকলে তোমার মতো আমিও
আমিও ভাবি তোমাকে ।
অথচ, দেখো আমাদের
সব কিছু ভুলে যাবার কথা ছিলো,
নিজেদের মতো
পৃথক পৃথক সুখি হবার কথা ছিলো
অনেক কিছুই করার ছিলো আমাদের
ছিলো বলেই হয়তো
হয়তো কিছুই করার হো'ল না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




