"মাইনাস টু " করার চিন্তাও করবেন না - মির্জা ফখরুল
তরুণরা রাজনীতিবিদ নয় এবং কোনও রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টাও তারা করছে না। তবে তারা নিজেদের জন্য একটি নতুন দেশ চায়।’- ইউনুস
একজন রাজনীতিবীদের বক্তব্য এবং একজন অরাজনৈতিক ব্যক্তির বক্তব্য l দেশ রাজনীতি ছাড়া চলবে বা চলতে পারে এটি ভাবা কতটা কাল্পনিক এবং কতটা যুক্তিসঙ্গত!? রাজনীতি,রাজনৈতিক দল, রাজনীতিবিদ এদের প্রতি ইউনুস সরকারের বিরাগ প্রথম থেকেই l তারা কোন সিদ্ধান্ত কোন দলের সাথে আলোচনা না করে যা খুশি করে যাচ্ছে l দেশ এন জি ও না এটি বোঝার সক্ষমতা ইউনুস সাহেবের আছে কি না সন্দেহ!
আজ যে বিল্পবের কথা তারা বলছে তার পেছনে মূল ছিল রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর সমর্থন এটি তারা অস্বীকার করে l ইউনুস সাহেব বার বার তরুণদের কথা বলে কিন্তু এই আন্দোলনে অনেক বিনপি কর্মীও মারা গেছে তাদের কথা কেউ একবারও বলে না l বিনপির বিশাল কর্মী বাহিনী না নামলে শুধু কিছু শিক্ষার্থী কিছুই করতে পারতো না l কিন্তু সে কথা একবারও স্বীকার করে না ইউনুস সরকার বা বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা l কিছু শিক্ষার্থী দিয়ে সরকার টিকিয়ে রাখার অলীক কলনার জাল বুনছে অরাজনৈতিক অদূরদর্শী ব্যক্তিরা l
যাই হোক বিরাজনীতিকরণ কখনোই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না l ফরহাদ মাজহার সেদিন বলেছেন, এবারের গণ অভুথ্যান ব্যর্থ হয়েছে l এই কথা বলার সময় হয়েছে কি না জানি না! তবে ভবিষ্যতে আরও বড় সংকট যে বাংলার আকাশে উড়ছে তা নিশ্চিত l

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


