ইরানি উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি প্রধান ধর্মীয় নেতা খামেনি একাধিকবার ইসরায়েলে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন। খামেনির এই কথার অর্থ হলো ইসরায়েলে ইরান নিশ্চিতভাবে হামলা চালাবে।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে বার্তা দিয়েছে, তারা যদি ইসরায়েলে ফের হামলা চালায় তাহলে এবার ইসরায়েলকে তারা আটকাতে পারবে না। অর্থাৎ ইরানকে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে, ইসরায়েলের নতুন পাল্টা জবাব হবে অনেক বড়। এতে তারা তাদের পারমাণবিক স্থাপনাতেও হামলা চালাতে পারে। ওই সময় যুক্তরাষ্ট্র কিছু করতে পারবে না।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, “আমরা ইরানিদের বলেছি : আমরা ইসরায়েলিদের আটকাতে পারব না। এমনকি নিশ্চয়তা দিতে পারব না এবারের হামলা হবে নির্ধারিত লক্ষবস্তুতে।”
প্রথমত হামাস ইসরাইল যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা করছে l অর্থাৎ ইসরাইল তার লেজ নামিয়েছে l সেই সাথে নাম মাত্র ইরানের হামলা চালিয়ে ইসরাইল চুপ করে আছে l যুদ্ধ বন্ধ হবে হবে ভাব ঠিক এই মুহূর্তর ইরান আবার হামলা করার আয়োজন করছে l কেন করছে তা পরে বলছি l এখন আসি ইরান হামলা করলে পরিণাম কি হতে পারে? কি হবে তা ইরান খুব ভালো করেই জানে ইরান অন্য মুসলিম দেশগুলোর মত না তাদের হিসাব অনেক সুক্ষ l আমেরিকা এমনভাবে কথা বলছে যেন পাঁচ বছরের বাচ্চাকে ধমক দিয়ে বলছে দুষ্টামি করলে মারবো কিন্তু!! কিন্তু ইরান তো আমেরিকাকেও এক হাত নিবে ঘোষণা দিয়েছে l ইসরাইলে আক্রমন হলে আমেরিকাও বসে থাকবে না এটা ইরান শুধু জানে তাই না! ইরান এটাই চায় বা চাচ্ছে l শুধু ইরান না ইরানের পেছনে যারা আছে তারাও চায় আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে যাক l এত আয়োজন তো এই জন্যই l
আমেরিকা যে বুঝে না তাও না কিন্তু সমস্যা হচ্ছে এতদিনের দাদাগিরি কি হবে?? ইরানের ধমকে যদি চুপ থাকে তাহলে দাদাগিরি থাকে কই?? যদি সত্যি সত্যি ইরান ইসরাইলে আক্রমন করে তাহলে দুই বছর ধরে যা বলে আসছি ধারণা করছি তা সঠিক l চীন রাশিয়া প্ল্যান করেই ইউক্রেন আক্রমন করেছে, হামাস ইসরাইলে হামলা করেছে l
পাইপলাইনে - চীন তাইওয়ান যুদ্ধ, দুই কোরিয়া যুদ্ধ!! NATO COME TO PAPA
Note ভারত আমেরিকা সম্পর্ক ধারাবাহিকভাবে নিম্নগামী হচ্ছে l

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



