প্রথমেই আসি ট্রাম্পের শপথ নিয়ে সে নিয়ম অনুযায়ী বাইবেলে হাত না রেখে শপথ নিলো l যা মিডিয়াতে আলোচিত l
বেশি অসংলগ্ন আচরণ শুরু থেকেই করছে মাস্ক অযথাই নাচনাচি যা খুশি যাকে খুশি বরখাস্ত করা l চেইন স নিয়ে মঞ্চে উঠে নাচা l সর্বশেষ ইউক্রেনে ষ্টারলিংক ব্যবহার নিয়ে তর্ক জড়িয়ে পোলিশ মন্ত্রীকে ছোটলোক বলে গালি দেয়া কোনভাবেই স্বাভাবিক আচরণ না l
ট্রাম্প জেলেনোস্কি বৈঠকের ভিডিও যদি একটু লক্ষ করে খুঁটিয়ে দেখেন, প্রথম থেকেই জেলেনোস্কিকে হেয় করার অদ্ভুত আচরণ শুরু থেকেই সাংবাদিক ট্রাম্প সহ সবাই করেছে l যেন জোকার এসেছে সবাই মজা করছে l একজন প্রেসিডেন্ট রাষ্ট্রীয় অতিথি তার পূর্ব পরিচয় যাই হোক তুমি রাষ্ট্রীয় মিডিয়ার সামনে সে কো পোশাক পরবে সেই প্রশ্ন করতে পারো না l এটা ভদ্রতা বা সৌজন্যতার কোন পাল্লায় পরে না l একজন সাংবাদিক এই ফালতু প্রশ্ন করলো আবার তাকে হেয় করার জন্য প্রশ্নের শুরুই ছিল আপনার কি স্যুট নেই ❓এটা কি ধরনের প্রশ্ন ❓ আর গাধার দলের মত ট্রাম্প সহ তার প্রশাসন তা শুনলো দেখলো ‼️ তার চেয়েও বড় কথা জেলেনোস্কির সাথে খনিজ নিয়ে চুক্তি হবে যা আমেরিকার দরকার ঠিক এই মুহূর্তে তাকে নিয়ে এইসব সস্তা ফাইজলামির কি কোন দরকার ছিল ❓
এছাড়া ট্রাম্প একজন ব্যবসায়ী আমি অবাক তার আচরণেও সে সরাসরি জেলেনোস্কিকে স্টুপিড বললো তাকে ভেংচি কাটলো একজন ব্যবসায়ী যখন বিজনেস ডিল করবে সে কি এই ধরনের আচরণ করতে পারে ⁉️ জেলেনোস্কি কেন ওভাল অফিস গেলো সব শর্ত মেনে চুক্তি করার জন্যই তো গিয়েছিলো l তাহলে কেন হলো না ⁉️ অর্থহীন কিছু ফাতরামি ট্রাম্প সহ তার প্রশাসন আমেরিকান মিডিয়ার ফাইজলামির কারণেই চুক্তি হলো না l একজন প্রেসিডেন্ট এর পক্ষে লাইভ এ পুরো বিশ্বের সামনে মজা করলে এটা কারো পক্ষেই হজম সম্ভব না l স্বাভাবিক ভাবেই জেলেনোস্কি মেজাজ হারিয়েছে তর্কে জড়িয়েছে l এতে মিডিয়া যত যাই বলুক ট্রাম্প প্রশাসন আর আমেরিকার গেলেই জুতা পরেছে তারা চুক্তি করতে পারেনি l পরে কি হবে সেটা পরের বিষয় l কিন্তু অভিজ্ঞ আমেরিকার মত প্রশাসন তাদের পালিত আশ্রিত একজন প্রেসিডেন্ট মুখের উপর তর্ক করে চলে আসে এটা আমেরিকার জন্যই লজ্জার l সেটা এই প্রশাসন বোঝার মত জ্ঞান আছে বলে মনে হয় না l এটা প্রশাসনের দুর্বলতা এবং অসংলগ্ন আচরণের প্রকাশ l অর্থাৎ আমেরিকান প্রশাসন তাদের অভিজ্ঞ, সুচতুর, সার্প, ইন্টেলিজেনসি হারিয়েছে l
আরেক বিকারগ্রস্থ স্টেট সেক্রেটারি মার্ক রুবিও কপালে ক্রস একে হাজির এরকম অসংলগ্নতা কি অদ্ভুত ‼️ অথচ এর প্রেসিডেন্ট বাইবেলে হাত রাখেনি শপথ নেয়ার সময় l আর সেই সময়ে মার্ক রুবির চোখগুলো খেয়াল করলে আরও স্পষ্ট হয় কেমন ঘোর লাগা দৃষ্টি ‼️একই রকম অসংলগ্ন ঘোর লাগা দৃষ্টি বিভিন্ন অনুষ্ঠানে মাস্কের চোখেও ছিল যা সকল মিডিয়াতেই এসেছে l এরা কারা ⁉️ এরা কি করছে কি করবে ⁉️ এদের আচরণ দৃষ্টি এমন অদ্ভূতুরে কেন ⁉️
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৪৪