শুরুতেই লেখা উচিত যে, আমি নিজেও খুব সচেতন নই, তবে সচেতন থাকার চেষ্টা করি। যাইহোক আজ সকালে বাসা থেকে বেড়িয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে মোট ৪১ জনকে কাউন্ট করলাম, বাসস্ট্যান্ডে দাড়িয়ে আরো ২২জন! অদ্ভুত কারো কোন মাথা ব্যথা নেই। না, ইভটিজিং নয়; এটা থুথু ফেলা বিষয়ক সমস্যা। এতগুলো মানুষ (!) যে যার ইচ্ছামত যেখানে সেখানে থুথু ফেলছেন! এদের সবার যে অশিক্ষিত এমন নয়, অনেকেই শিক্ষিত; অন্তত কলেজ বা বিশ্ববিদ্যালয় পেরিয়ে চাকুরীজীবী তা বোঝা যায়। কিন্তু যেখানে সেখানে থুথু/কফ ফেলা যে কতখানি ঝুঁকিপূর্ণ তা নিয়ে তাদের তো জানা নেই, এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়-ও এবিষয়ে কোনো উদ্দ্যোগ নিচ্ছে না।
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ মাস রমজান মাসে রাস্তাঘাটে প্রচুর পরিমাণ থুথু ফেলা হয়; এমন একটা অবস্থা যে, রোযা রেখেছি- খাওয়া দাওয়া যখন নেই, তখন একমাত্র কাজ হলো থুথু ফেলা! এতে যে রোগ জীবাণু ছড়াচ্ছে প্রচুর পরিমাণে তা নিয়ে কারো কোনো চিন্তা নেই। শুধু তাই নয়, ভেবে দেখুন তো আপনি রাস্তায় দাড়িয়ে আছেন এবং আপনার পাশে দাড়ানো লোকটি কাশি দিয়ে জোড় করে গলার ভেতর থেকে কফ টেনে বের করছে এবং ফেললো আপনার ঠিক একহাত সামনে; কেমন লাগবে আপনার? কী করবেন?
কবে যে বাঙ্গালী জাতি সচেতন হবে!
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




