গুঁড়ো দুধ নিয়ে বাংলাদেশে কত কি হয়ে গেল। কত পরীক্ষা নিরীক্ষা! বলা হলো প্রায় সব গুঁড়ো দুধেই মেলামাইন ( নাকি মেলামিন?) আছে। সুতরাং গুঁড়ো দুধ খাওয়া বন্ধ। দেশে পরীক্ষা হলো, বিদেশে পাঠানো হলো পরীক্ষার জন্য। দায়িত্বশীল একজন তো এরকমও বললেন যে, কোন শিশুকে দুধ খাওয়ালে অভিভাবকরা নিজ দায়িত্বেই খাওয়াবেন ( তাহলে রাষ্ট্রযন্ত্রটার কী মানে থাকে?)।
আবার এখন বলা হচ্ছে শুধু দু-একটা কোম্পানীর গুঁড়ো দুধেই মেলামাইন আছে। মানেটা কী দাঁড়ালো? অন্য দুধগুলো কী খাওয়া যাবে? আর দেশে যে সমস্ত পরীক্ষাগারে পরীক্ষা হলো এবং দুধে ক্ষতিকর মেলামাইন পাওয়া গেলো তাদের পরীক্ষাগুলো কী ভূল ছিলো? দেশে এবং বিদেশের কোন একটাতো অবশ্যই ভূল এটা বলাই বাহুল্য( যদি এখানে অন্য কোন নাটক না হয়ে থাকে)। আর দেশে পরীক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা যদি ভূল হয়ে তাকে তাহলে তাদের রাখার দরকার কী? তারা মানুষকে অনাবশ্যক টেনশনে রাখবে অথবা ভূল তথ্য দিয়ে বিপদে ফেলবে।
এদিকে সম্প্রতি তরল দুধ নিয়েও কিছু চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে। কিন্তু দেশের এই সমস্ত বড় কোম্পানী নিয়ে কেউ কিছু বলছে না।
নাটকই বটে!
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




