মিথ্যা বলেছিলাম যে একক,
অচন্চল আমি, বসেছিলাম একা।
আমার অবক্ষয়
সত্যের অপচয় আমি আমার ভিতর থেকে আমি দেখেছিলাম।
মনের ভিতরে
যমুনার , গংগার আহ্লাদেও জেগে ছিল এক ভয়।
তারপর তোমার ইশারায়,
তোমারই একক ইশারায়
জেগে উঠে
আমি রন্ধনে ভ্রমনরত এক জোনাকী।
সমস্ত বন্ধনেও জানি, দেখা হবে,
সমুদ্রেই দেখা হবে। সেখানেই হবে পরিণয়।সীমান্তে । অচন্চল বসে আছি একা।
আমার অপচয় দূর থেকে আমি দেখি একা , তোমার ভিতরে, সকল অরন্ধনে।